ব্রাজিলের ফুটবলারদের বিমান দুর্ঘটনায় তিনজন আটক
ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপাকোয়েন্সের ফুটবলারদের বিমান দুর্ঘটনার ১০ দিন হয়ে গেলেও এর রেশ কাটেনি এখনও। ক্লাবটির পুরো দল ২৯ নভেম্বর কলম্বিয়ায় যাওয়ার পথে ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। বিমানে থাকা ৮১ জনের মধ্যে ৭৬ জনই নিহত হন।
প্রথম অবস্থায় জ্বালানির সমস্যা বলা হলেও আরও তদন্তের স্বার্থেই গত সপ্তাহে বলিভিয়া কর্তৃপক্ষ এ ঘটনায় তিনজন বিমান কর্মকর্তাকে গ্রেফতার করেছে। তারা হলেন, বিমানের পরিচালক এবং আরও দুই কর্মকর্তা।
বলিভিয়া কর্তৃপক্ষের ধারণা বিমান কর্তৃপক্ষের কোন অবহেলায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যার প্রেক্ষিতেই তারা এই তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে। বলিভিয়ার চার্টার এয়ারলাইন লামিয়ার অভ্রো আরজে৮৫ বিমানে করেই যাত্রা করছিল দলটি। তাদের বিরুদ্ধে কোন প্রকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আইনের আওতায় আনা হবে।
বিমানের এক কর্মকর্তা জানায়, বিমানটি ওড়ার আগেই তিনি পাইলটকে সতর্ক করেছিলেন। তিনি পাইলটকে বলেছিলেন, দক্ষিণ বলিভিয়া ও মেডেলিনের মধ্যকার দূরত্ব পার হওয়ার জন্য এই বিমান যথেষ্ঠ নয়। তার দেওয়া এই তথ্য সত্য প্রমাণিত হলে পাইলটের বিরুদ্ধে হত্যার অভিযোগও উঠতে পারে।
সূত্র: বিবিসি
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন