ব্রাজিলের বিস্ময় বালক রিয়ালে!

নেইমারকে দলে ভেড়াতে প্রায় সব চেষ্টাই করেছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত ব্রাজিলের তারকা যোগ দেন বার্সায়। নেইমারকে নিয়ে বার্সার সঙ্গে যুদ্ধে হারলেও ব্রাজিলের আরেক বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভিড়িয়ে সেই প্রতিশোধই নিলো রিয়াল মাদ্রিদ। বার্সার প্রস্তাবিত অর্থের চেয়ে প্রায় দ্বিগুণ অংকের অর্থ দিয়ে ১৬ বছর বয়সী এই উইঙ্গারকে বার্নাব্যুতে নিয়ে আসতে যাচ্ছে মাদ্রিদের দলটি।
ভিনিসিয়াস ও তার বর্তমান ক্লাব ফ্ল্যামেংগোর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, কর ও আনুষঙ্গিক খরচাদি মিলিয়ে এই তরুণ উইঙ্গারের দাম দাঁড়াতে পারে ৬.১ কোটি ইউরো। কাগজে-কলমে এখনও কোনো চুক্তি না হলেও আগামী বছরই তার বার্নাব্যুতে যোগদানের ব্যাপারটি মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৭ সালের সাউথ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়াস। এছাড়া জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরষ্কার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন