ব্রাজিলের স্বর্ণ জয়ের স্বপ্নপূরণ

গত বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। রিও অলিম্পিক ফুটবলের ফাইনালে আবার সেই জার্মানির মুখোমুখি হয় ব্রাজিল। অবশ্য দুটি ম্যাচের প্রেক্ষাপট কিছুটা আলাদা। আসরটি যেমন ভিন্ন, দুই দলে নেই সে ম্যাচের কোন খেলোয়াড়ও।
না, সে ম্যাচের কোন প্রতিফলন হয়নি এই ম্যাচে। অলিম্পিকের ফুটবলে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে নেইমারের ব্রাজিল। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে গড়েছে ইতিহাস।
রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও গোল না হওয়ায় নিষ্পত্তির জন্য টাইব্রেকারে যায় খেলা।
অবশ্য এদিনের ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে শুরুতে অন্যরূপে দেখা যায়। তারা এগিয়েও যায় প্রথমে। ম্যাচের ২৭ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন নেইমার।
বেশ কিছুক্ষণ এই ব্যবধান ধরেও রেখেছিল তারা। কিন্তু ৫৯ মিনিটে গোলটি সমতায় নিয়ে আসে জার্মানি। গোলদাতা ম্যাক্স মেয়ার।
অলিম্পিক ফুটবলে এরআগে কখনোই স্বর্ণ জিততে পারেনি ব্রাজিল। তিনবার ফাইনালে উঠলেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তাদের। ঘরের মাঠে এবার আর খালি হাতে ফিরতে হয়নি নেইমারদের।
চার বছর আগে লন্ডন অলিম্পিকে মেক্সিকোর কাছে হেরে স্বর্ণ জিততে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। সেদিন অঝোরে কেঁদেছিলেন নেইমার। আজ তাদের সুখের কান্নায় ভেসেছে মারাকানা স্টেডিয়াম।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন