ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত
শিরোনাম দেখে নেতিবাচক কিছু ভাবার প্রয়োজন নেই। কারণ, ব্রাজিল-আর্জেন্টিনার যে চিরপ্রতিদ্বন্দ্বিতা, তাতে অনাকাঙ্খিত কিছু মাঠে ঘটতেই পারে। তবে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচ পূর্ববর্তী সময়ে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। প্রচণ্ড বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে ম্যাচটি।
তবে বেশিদিন অপেক্ষা করতে হবে না বিশ্বব্যাপী দেশ দু’টির কোটি কোটি দর্শক-সমর্থকদের। শনিবার ঠিক একই সময়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ম্যাচ শুরুর বেশ আগ থেকেই আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে মুষলধারে বৃষ্টি হতে থাকে। বৃষ্টির কারণে এস্তাদিও মনুমেন্টাল অ্যান্তোনিও ভেসপুচি লিবার্তো স্টেডিয়ামের বিভিন্ন স্থানে পানি জমে যায়। বৃষ্টি ক্ষান্ত না দেওয়ায় একটা সময় ম্যাচ স্থগিত করা হয়।
বৃষ্টির সময়ে ইনডোরে আর্জেন্টিনার খেলোয়াড়দের বাস্কেটবল খেলতে দেখা যায়। আর ম্যাচ স্থগিত ঘোষণা করার পর বৃষ্টিতে ভিজে ভিজে দৌঁড়ে টিম বাসে উঠতে দেখা যায় আলবিসেলেস্তেদের। তবে সেলেকাও খেলোয়াড়দের দেখা যায়নি। তারা সম্ভবত হোটেল থেকেই বের হননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন