ব্রাজিল দলে কস্তার জায়গায় কাকা

চোটের কারণে ব্রাজিলের কোপা আমেরিকার দল থেকে ছিটকে পড়েছেন দগলাস কস্তা। তার জায়গায় কোচ দুঙ্গা দলে নিয়েছেন ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকাকে।
ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত বৃহস্পতিবার জানায়, বায়ার্নের হয়ে এ মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জেতা মিডফিল্ডার দগলাস বাঁ ঊরুর চোটে ভুগছেন।
২০১৪ বিশ্বকাপ শেষে দুঙ্গা ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রায় নিয়মিতই দলে থাকছেন ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচ খেলে ২৯ গোল করা কাকা।
মেজর লিগ সকারে (এমএলএস) এ মৌসুমে দুটি গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করা ৩৪ বছর বয়সী কাকা ২০১২ সালের পর দেশের হয়ে পুরো কোনো ম্যাচ খেলেননি।
এর আগে চোট পেয়ে ব্রাজিলের কোপা আমেরিকার দল থেকে ছিটকে পড়েন সান্তোসের ফরোয়ার্ড রিকার্দো অলিভেইরা। তার পরিবর্তে বেনফিকার ফরোয়ার্ড জোনাসকে দলে নেন দুঙ্গা।
আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও পেরু।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন