ব্রাড হগের নারাইন ভীতি

পঁয়তাল্লিশ বছর বয়সী ব্রাড হগ যখন সুনীল নারাইনের ভয়ে ভীত থাকেন, ব্যাপারটা কিছুটা অদ্ভুতই লাগে। তাও একই দলের হয়ে খেলছেন দুজনেই।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের সাথে থেকেও বাবার মৃত্যুর সংবাদে দেশে ফিরে গিয়েছিলেন সুনীল নারাইন। তাই বোলিং করার ছাড়পত্র পেয়েও খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)নিজেদের প্রথম ম্যাচ। তবে এবার সুযোগ মিলছে পরের ম্যাচেই। আর তাতেই যেন ভয় কেকেআর শতীর্থ ব্রাড হগের।
কেকেআরের টিম হোটেলে একটি স্পনসরের অনুষ্ঠানে হাজির ছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, পীযুষ চাওলা, ব্র্যাড হগ এবং মর্নি মর্কেল। সেখানেই হগকে জিজ্ঞেস করা হয়, পঁয়তাল্লিশেও কিভাবে এনার্জিতে তরুণদের হার মানিয়ে দিচ্ছেন? হগের উত্তর ছিল, ‘আরে নারাইন ফিরে আসছে, টিমে নিজের জায়গাটা ধরে রাখতে এ সব তো করতেই হবে!’
হগ আরো বলেন,’ভালো না খেললে শুধু ওদের খেলাই দেখতে হবে। আমি জীবনের অন্য একটা প্রান্তে চলে গিয়েছিলাম প্রায়। আবার চেনা ছন্দে ফিরে এসে দারুণ লাগছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পরও যে আমার ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার ছিল সেটাই বুঝলাম।’
হগ আরো বলেন, ‘আমি ভাগ্যবান কারণ এখনও শারীরিক ভাবে সুস্থ আছি। এটা ভেবে ভাল লাগছে সকালে উঠে দেখছি আমি আন ফিট নই। আমি চাই যতদিন পারব খেলাটা চালিয়ে যেতে।’
নিজের অবসর নিয়ে বলতে গিয়ে হগ বলেন, ‘আমি ২০০৮ এ অবসর নিয়েছিলাম। তিন বছর খেলার বাইরে ছিলাম।বহুদিন ক্রিকেট ব্যাট, বল হাতে নেইনি। কিন্তু যখন ফিরে এলাম, দেখলাম এতদিন কি মিস করেছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন