ব্রাভোর সেঞ্চুরিতেও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ

আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলো না ওয়েস্ট ইন্ডিজ। দুবাইতে পাকিস্তানের কাছে প্রথম টেস্টে (দিবারাত্রির) ৫৬ রানে হেরে গেছে ক্যারিবিয়ানরা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে পাকিস্তান।
আজহার আলীর ট্রিপল সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৭৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ৩৫৭ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
তবে দেবেন্দ্র বিশুর স্পিন জাদুতে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে অল আউট করে স্বপ্ন দেখতে থাকে ক্যারিয়ানরা। জয়ের জন্য তাদের সামনে টার্গেট দাঁড়ায় ৩৪৬ রান।
দুই উইকেটে ৯৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
২৬ রানে অপরাজিত থাকা ড্যারেন ব্রাভো পঞ্চম দিনে সেঞ্চুরি করে টেস্ট জয়ের স্বপ্ন দেখান।
কিন্তু ১১৬ রানে তিনি ফিরে যাবার পর তাদের সেই স্বপ্নও ফিকে হয়ে যায়।
শেষ দিকে জেসন হোল্ডার দৃঢ়তা দেখালেও সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি।
পঞ্চম দিনে ১২ ওভার খেলা বাকি থাকতে ২৮৯ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
হোল্ডার ৪০ রান করেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ৩টি, ইয়াসির শাহ ও নেওয়াজ ২টি করে উইকেট নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন