ব্রাশফায়ারে ৩ ইউডিএফ কর্মী নিহত
ব্রাশ ফায়ারে রাঙ্গামাটির লংগদুতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
রোববার সকাল সাড়ে ৬টায় উপজেলার হারিকাতা বেগুন ছড়া (ভাইবোন ছড়া) এলাকার গোল্লাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, যুদ্ধমনি চাকমা (৪০), রুপময় চাকমা(৩৪), সুমন চাকমা(৩১)।
এ ঘটনার জন্য ইউপিডিএফ সন্তুলারমার সমর্থিত জেএসএসকে দায়ি করেছেন।
তবে স্থানীয় সূত্র জানায়, এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে এবং একটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।
ইউপিডিএফ সমর্থীত পিসিবি সভাপতি বাবলু চাকমা জানান, ভোর সাড়ে ৬টায় সন্তু লারমার জেএসএস সশস্ত্র গ্রুপের সন্ত্রাসীরা লংগদু উপজেলাধীন হারিকাতা বেগুন ছড়া (ভাইবোন ছড়া) এলাকার গোল্লাছড়ি এলাকায় আকস্মিক এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে আমাদের ৩কর্মী নিহত হন এবং ঐ ঘরে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। এসময় একটি বসতঘরে তাদের বেশ কয়েকজন কর্মী দলীয়কাজে গিয়ে রাতে অবস্থান করছিলো বলে জানান তিনি।
ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় গ্রামে প্রবেশ করে ব্রাশ ফায়ার চালালে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় তাৎক্ষনিকভাবে তিনজন নিহত হওয়ার কথা তিনি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, এই ঘটনায় জেএসএস সন্ত্রাসীরা যে ঘরটিতে আগুন ধরিয়ে দিয়েছে সেটিতে বেশ কয়েকজন নারী ও শিশু ছিলো। তাদেরকে খুজে পাওয়া যাচ্ছে না।
অপরদিকে এই ঘটনার সাথে নিজেরা জড়িত নয় বলে গনমাধ্যমকর্মীদের জানিয়েছেন জেএসএস নেতা সজীব চাকমা। তিনি দাবি করেন অর্ন্তকোন্দলেই ইউপিডিএফ এর কর্মীরা নিহত হয়েছে।
স্থানীয় ও নিরাপত্তা বাহিনী সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, গোল্লাছড়ি এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রিত। বিগত কয়েকমাসে উক্ত এলাকাটি দখলে নিতে মরিয়া হয়ে উঠে জেএসএস।
এর আগেও সেখানে প্রায় সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে কোনো প্রকার আগাম ইঙ্গিত ছাড়াই উক্ত গ্রামে আকস্মিকভাবে প্রবেশ করে জেএসএস। এই ঘটনায় কোনো প্রকার আগাম প্রস্তুতি ছাড়াই বেকায়দায় পড়ে ইউপিডিএফ এর কর্মীরা। পরে তাদেরকে একটি ঘরের মধ্যেই ঘেরাও করে ফেলে জেএসএস এর গ্রুপটি।
এসময় উভয় পক্ষই বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। ঘরের সামনেই গুলিবিদ্ধ হয়ে ৩ ইউপিডিএফকর্মী নিহত হয়। পরে জেএসএস সন্ত্রাসীরা উক্ত বসত ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে নিজেরা সটকে পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন