বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রাহ্মণবাড়িয়া হামলা: সন্দেহভাজন কয়েকজনের নাম প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের নাম প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

ঘটনাস্থল পরিদর্শনের পর প্রতিনিধিদলের পর্যবেক্ষণগুলো বৃহস্পতিবার দুপুরে কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

কাজী রিয়াজুল হক জানান, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এ হামলায় ইন্ধনদাতা হলেন জেঠা গ্রামের মওলানা নুরুল ইসলাম, ডাকমণ্ডল গ্রামের তাজুদ্দিন আহমেদ, গৌরমন্দির সাবেক মেম্বার অলি, খরকপাড়ার ফারুক মোল্লা ও সবুজ হাজি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘গতকাল বুধবার আমাদের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। তারা স্থানীয় প্রশাসনসহ ভিকটিমদের সঙ্গে কথা বলেছে। প্রতিনিধিদল উপজেলা সদরের ক্ষতিগ্রস্ত গৌর মন্দির, দত্তবাড়ি মন্দির, কালীবাড়ি মন্দির, জগন্নাথ মন্দিরসহ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে কয়েকজনের বিরুদ্ধে।’

তদন্ত প্রতিবেদন প্রকাশ হবে ওয়েবসাইটে

নাসিরনগরের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘আমাদের কাছে কিছু ভিডিও চিত্রও আছে। আমরা আশা করব হামলাকারীরা যে দলেরই হোক, তাদের দৃ্ষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

কোনো ঘটনার তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না- গণমাধ্যমে এমন সমালোচনার কথা উল্লেখ করে মানবাধিকার কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আনেক সময় বলেন তদন্তের কপি আলোর মুখ দেখে না। তাই আমরা তদন্তের কপি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব।’

‘ঘটনা পরিকল্পিত’

ফেসবুকে কথিত ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও শতাধিক ঘরবাড়িতে হামলা হয়। পাশের জেলা হবিগঞ্জের মাধবপুরেও দুটি মন্দিরে হামলা হয়।

কাজী রিয়াজুল হক বলেন, ‘হামলার ধরন দেখে আমরা বুঝতে পারি এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে হামলাকারীরা। কারণ, একই সময় ঘরবাড়ি ও বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে।’

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘যশোরাজ দাসের নামে ফেসবুকে যেসব ছবি ছড়ানোর কথা বলা হচ্ছে, সেটা তার মতো একজন নিরক্ষর তা করতে পারে না। নিশ্চয়ই অন্য কেউ ষড়যন্ত্র করে এই কাজ করেছে।’

ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে গত শনিবার সকালে হরিপুর ইউনিয়নের যশোরাজ দাসকে ধরে ইউপি কার্যালয়ে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই যশোরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়।

কাজী রিয়াজুল হক বলেন, ‘হামলাকারীরা এত দিন হয় সুযোগের অপেক্ষায় ছিল, নয়তো সুযোগ নিজেরাই তৈরি করেছে। কারণ, একই সময় বিভিন্ন স্থানে হামলা হয়েছে। একেকজনকে একেক জায়গায় দায়িত্ব দিয়ে হামলা করিয়েছে।’

দায় আছে পুলিশ ও প্রশাসনের

স্থানীয় প্রশাসন ও পুলিশ এর দায় এড়াতে পারে না বলেও মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, হামলাকারীরা এলাকায় মাইকিং করেছে। এরপরও পর্যাপ্ত পুলিশ ফোর্স না নিয়েই স্থানীয় প্রশাসন তাদের সভা করতে দিয়েছে। ফলে সভায় উস্কানিমূলক কথা বলে মন্দিরে হামলা চালাতে উদ্বুদ্ধ করার সুযোগ হয়েছে।’

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলাম, সদস্য মো. এনামুল হক চৌধুরী, অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক শরীফউদ্দিন, পরিচালক মো. শরীফউদ্দীন, অভিযোগ পর্যবেক্ষণ ও সমঝোতা সহকারী পরিচালক জয়দেব চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন

বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ

চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • চট্টগ্রামে আইনজীবী হত্যা, ঢাবিতে গায়েবানা জানাজা
  • বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী সম্পর্কে আপনি কতটুকু জানেন?
  • পররাষ্ট্র মন্ত্রণালয়: চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে
  • রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  • জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে
  • ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান