সোমবার, এপ্রিল ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলা, নিহত ৫ [ভিডিও]

লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের কাছে গোলাগুলি হয়েছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, এ ঘটনায় পুলিশ কর্মকর্তা ও সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত ৫জন নিহত হয়েছেন।

এছাড়াও এ ঘটনায় অন্তত ৪০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ফ্রান্সের কয়েকটি স্কুল শিশুও রয়েছে। আহতদের যে ছবি গণমাধ্যমে এসেছে, তাদের রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা গেছে।

সন্দেহভাজন হামলাকারীর পরিচয়: পুলিশের গুলিতে নিহত ওই সন্দেহভাজন হামলা কারীর পরিচয় জানিয়েছে বিভিন্ন সূত্র। তার নাম আবু ইজ্জাদিন। তিনি যুক্তরাজ্যের বংশদ্ভূত ক্ল্যাপটন শহরের অধিবাসী। যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল ফোর ও দ্য ইন্ডিপেন্ডেন্টের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সন্ত্রাসবাদ আইনে অন্যান্য ইসলামী জঙ্গিদের সঙ্গে আবু ইজ্জাদ্বীনেরও দুই বছর কারাদণ্ড হয়েছিল।

ওয়েস্টমিনস্টার ব্রিজে বুধবার বিকালের এই গোলাগুলিতে আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। গুলির শব্দ পাওয়ার পরপরই পার্লামেন্ট অধিবেশন মুলতবি করা হয়। পার্লামেন্ট সদস্যদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র শেন স্পাইসার জানান, ঘটনার পর নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টার প্যালেসের খুব কাছেই গুলির শব্দ পাওয়া যায়। আইন প্রণেতা এবং সাংবাদিকরা বিকট শব্দ পাওয়ার কথা টুইটারে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানিয়েছে, ছুরি হাতে এক ব্যক্তিকে প্রাসাদের প্রাঙ্গণে দৌড়াতে দেখা গেছে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে। হামলার পর ওই এলাকায় লোকজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। তারা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স এসে আহতদের দ্রুত হাসপাতালে নেয়।

আহত সন্দেহভাজন হামলাকারীকে নিয়ে যাওয়া হচ্ছেপ্রত্যক্ষদর্শীদের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, ছুরি হাতে একজন পুলিশের ওপর চড়াও হলে তাকে গুলি করা হয়।

হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটনকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, পুলিশের উপর হামলাকারী ওই ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করেছে। এতে ওই আত্মঘাতী ব্যক্তিটিও মৃত্যুবরণ করেন।

স্কাই নিউজের সাংবাদিক অ্যালান প্যারি বলেন, সেতুর রেলিংয়ে একটি গাড়ি আঘাত হানে, সেখানে একজন পথচারী অথবা সাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখেন তিনি।

এ ঘটনার পর লন্ডনের পার্লামেন্ট প্রাঙ্গনে হামলার পর নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর। যারা আমাদের জীবনে বিঘ্ন ঘটাতে চায় আমরা তাদের একত্রিত হয়ে মোকাবেলা করবো। লন্ডনবাসী সন্ত্রাসের কাছে হার মানবে না।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই পেরেছি। সামনেও পারবো। আমি লন্ডনবাসী ও অতিথিদের বলতে চাই, আপনারা আতংকিত হবেন না।

https://youtu.be/y60wDzZt8yg

এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা