ব্রিটেনে প্রবল বর্ষণ, ভুমিধস ও ট্রেন লাইনচ্যুত

প্রবল বর্ষণের ফলে ভুমিধসে লন্ডনে একটি ট্রেন শুক্রবার ভোরে লাইনচ্যুত হয়েছে। কিছুক্ষণ পর আরেকটি ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে ধাক্কা মারে।
ওয়াটারফোর্ড জংশনের কাছে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ব্যাহত হয় রেলচলাচল। বহুযাত্রী আটকা পড়েন স্টেশনে।
লন্ডন সময় শুক্রবার সকাল ৭ টার দিকে ভুমিধস হয়। এর ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়। কিছুক্ষণ পর আরেকটি ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিকে ধাক্কা মারে। দুর্ঘটনা কবলিত টেনটি লন্ডন ইউস্টন যাচ্ছিল।
লাইনচ্যুত হওয়ার ফলে অনেক ট্রেন বাতিল করতে হয়েছে। আবার অনেক ট্রেনের যাত্রাও বিলম্বিত করতে হয়েছে বলে ট্রেন অপারেটিং কোম্পানির এক মুখপাত্র বলেন।
ব্রিটিশ পরিবহন পুলিশ জানায়, ভুমিধসের ঘটনা জানানোর জন্য রিপোর্ট করতে বলা হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল কর্মীরা কাজ করে যাচ্ছেন।
নেটওয়ার্ক রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রবল বর্ষণের ফলে ভুমিধস হয়। এতে ট্রেনটির কয়েকটি বগি লাইন থেকে পড়ে যায়।
ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এখন বিকল্প পথ দিয়ে ট্রেন চলাচল করছে। তবে চলাচল স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে।
আকস্মিক বন্যা : রাতভর প্রচণ্ড বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বার্কশায়ারে। সেখানকার ডিডিকোট রেলস্টেশন এলাকা, নিউবুরি এবং শিভেলি এলাকা তলিয়ে গেছে।
দেশটির পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলেও বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মার্টিন কোম্বে জানান, ওই সব এলাকায় মাত্র তিন ঘণ্টায় ৩২.৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টি ও বজ্রপাত আরো কিছুক্ষণ চলবে। মেঘ ধীরে ধীরে দেশের উত্তর ও পূর্বদিকে এগিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন