ব্রিফকেস থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিখোঁজের দু’দিন পর কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামের একটি নির্জন বাড়িতে একটি ব্রিফকেসের ভেতর থেকে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে ঢাকার এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) চাদঁপুর জেলার মতলবপুর উপাদিগ্রামের আবু হানিফের ছেলে। তিনি ঢাকার শান্ত ক্যামিকেল কয়েল কোম্পানির মালিক।
গৌরীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া জানান, আটিপাড়া গ্রামের একটি নির্জন বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে একটি ব্রিফকেস দেখতে পেয়ে সেটি খুললে তার ভেতরে কম্বল দিয়ে মোড়ানো একটি মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম জানান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন দু’দিন আগে রাজধানীর রায়েরবাগ থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবার সোমবার (১১ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।(যার নং-৮৮৭)।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন