ব্রেকিংঃ বাংলাদেশ- ভারত ঐতিহাসিক টেস্টের ভেনু চূড়ান্ত

আর কয়েক দিন পরই ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যকার বহু প্রতিক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ। একটি মাত্র টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের পাশাপাশি বোর্ড কর্তারাও বেশ উচ্ছ্বাসিত। ভেন্যু নিয়ে সৃষ্ট জটিলতা উচ্ছ্বাসের আমেজে কিছুটা ব্যাঘাত ঘটালেও, সময়ের সাথে-সাথে কেটে গেছে এ নিয়ে সৃষ্ট সকল কুয়াশা।
কারণ স্পষ্ঠ, শেষ পর্যন্ত যে একমাত্র এ টেস্টটি আয়োজন করতে প্রস্তুত হায়দরাবাদ। শঙ্কার কালো মেঘ সরিয়ে ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সম্পাদক জন মনোজ। [আরো পড়ুনঃ পিএসএলে পাঁচ ম্যাচ খেলার সম্ভাবনা সাকিব-তামিমের]
পূর্ব পরিকল্পনা অনুযায়ী হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি, টেস্ট আয়োজন করার জন্য সবুজ সংকেতঅও পাওয়া গেছে তার কন্ঠেই জানা গেল তা। “একমাত্র টেস্টটি আয়োজনের জন্য যেভাবে কার্যক্রম এগিয়ে যাচ্ছে তাতে সন্তুষ্ট রত্নাকর শেঠি। তিনি অবশ্য নির্দিষ্ট কোনো পরামর্শ দেননি। তবে নিশ্চয়তা দিয়েছেন, টেস্ট ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য পূর্ণ সহযোগিতা থাকবে বিসিসিআই নির্বাচিত কমিটির পক্ষ থেকে।”
সফরে বাংলাদেশ একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সে ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ড মাঠে। সফরকারীদের এ প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে মাঠ প্রস্তুত করার কাজ শুরু হয়েছে এবং তা বিসিসিআই কতৃক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও এসময় নিশ্চিত করেন তিনি। উল্লেখ্য, ভারতের উদ্দেশ্য আসছে ফেব্রুয়ারির ২ তারিখে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন