ব্রেকিং নিউজ- মসজিদে বিমান হামলায় নিহত ৪২

সিরিয়ায় একটি মসজিদের ওপর বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশের আতারিব এলাকার বিদ্রোহীদের দখলকৃত গ্রাম আল-জিনায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটি জানিয়েছে, বিকেলে নামাজের জন্য মুসুল্লিরা জমায়েত হয়েছিলেন। ঠিক এ সময়ে বিমান হামলা চালানো হয় সেখানে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। কোন পক্ষ এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকায় বিমান হামলা চালিয়ে থাকে। আবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটও ওই এলাকায় বিমান হামলা চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান এক বিবৃতিতে বলেছেন, ‘বিকেলের নামাজের সময় আলেপ্পোর একটি মসজিদে অজ্ঞাত যুদ্ধবিমানের হামলায় ৪২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।’
এদিকে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-আরাবি জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটই এই হামলা চালিয়েছে। ওই হামলার সময় মসজিদটিতে প্রায় ৩০০ মুসুল্লি ছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আল-কায়েদার বৈঠকের স্থান আল-জিনা গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন