বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্লগার অনন্ত হত্যা মামলায় ৩ জন রিমান্ডে

মুক্তমনা ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৩ জনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। ওই ৩ জন হচ্ছেন শফিউর রহমান ফারাবী, জুলহাস বিশ্বাস ও আবুল বাশার। এই তিনজনই ঢাকায় অভিজিৎ হত্যা মামলার আসামি।

সহকারী পুলিশ কমিশনার আবদুল আহাদ (প্রসিকিউশন) জানান, মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের রিমান্ড মঞ্জুুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন জানালে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ৪ নভেম্বর অনন্ত হত্যা মামলায় তিনজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই তিনজন হচ্ছেন দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসান। এই তিনজন ঢাকায় ব্লগার অভিজিৎ হত্যা মামলার আসামি।

তাদের নিয়ে অনন্ত বিজয় হত্যা মামলায় ১২ জনকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে ফটো সাংবাদিক ইদ্রিস জামিনে আছেন এবং মান্নান রাহি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

এরও আগে গত ১৯ অক্টোবর অনন্ত হত্যা মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল। এ মামলায় গ্রেফতার হওয়া সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ও কানাইঘাটের মোহাইমিন নোমান মহানগর দায়রা জজ আদালতে মিস কেস মামলা দায়ের করলে গত ২৮ সেপ্টেম্বর মহানগর হাকিম ২য় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে মামলার নথিপত্র স্থানান্তর করা হয়।

কিন্তু মামলার নথিপত্র সিলেট মহানগর দায়রা জজ আদালত থেকে মহানগর হাকিম আদালতে না আসায় ওইদিন শুনানি হয়নি। গত ৪ অক্টোবরও একই কারণে মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি।

গত ২৮ অক্টোবর অনন্ত বিজয় হত্যা মামলায় জামিন পেয়েছেন ফটো সাংবাদিক ইদ্রিস।

এদিকে ঢাকায় অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতারকৃত তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে গত ৮ সেপ্টেম্বর অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় ফটো সাংবাদিক ইদ্রিস আলী, শাবিপ্রবির ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামক একজনকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।

অনন্ত হত্যার পর ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে তার বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে বিমানবন্দর থানা পুলিশ তদন্ত করলেও হত্যাকাণ্ডের ১৪ দিনের মাথায় দায়িত্বভার যায় সিআইডিতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল