বড়জোর আউট হব, জীবন তো শেষ হবে না…!

অস্ট্রেলিয়া-বাংলাদেশ, তার চেয়ে বেশি অস্ট্রেলিয়া বনাম তামিম! চ্যালেঞ্জিং কন্ডিশনে, অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে লড়েছেন শৌর্য দিয়ে, খেলেছেন টেকনিক দিয়ে। ৬ চার ও ৩ ছক্কায় করেছেন ৯৫। দলের বাকি সবাই মিলে ৮৭!
অস্ট্রেলিয়া ম্যাচের আগের রাতে টিম হোটেলের লবিতে চলছিল আড্ডা। উঠল অস্ট্রেলিয়ান বোলিংয়ের প্রসঙ্গ। মিচেল স্টার্ক কিন্তু প্রথম ওভারেই বিষাক্ত সুইং আর ইয়র্কার মারবে…, একজন সাবধান করে দিতে চাইলেন তামিম ইকবালকে। হাসিমুখে তামিম বললেন, “তো কি? বড়জোর আউট হব, জীবন তো শেষ হবে না…!”
সেই স্টার্কের বলেই আউট হয়েছেন তামিম। তবে প্রথম ওভারে নয়, ৪২ ওভার শেষে। স্টার্কের সেটি চতুর্থ স্পেল। তামিমের নামের পাশে ৯৫ রান!
বলটিও এমন আহামরি কিছু ছিল না। লেগ স্টাম্পে শর্ট বল। এর চেয়েও ভয়ানক সব বল দারুণভাবে সামলেছেন তামিম, করেছেন প্রতি আক্রমণ। এক পায়ে ক্যারিবিয়ান পুল তো বরাবরই দারুণ খেলেন। এই বলেও সেটিই খেলেছিলেন। ব্যাটের কানায় ছুঁয়ে বল উড়ে গেল ফাইন লেগের হাতে।
৫ রানের জন্য সেঞ্চুরি পাননি। টুর্নামেন্টে টানা দ্বিতীয় সেঞ্চুরির কীর্তি হয়নি। কিন্তু ওই যে, ক্রিকেট দর্শনই পাল্টে গেছে তার। জীবন শেষ হয়ে যাচ্ছে না। তামিম জানেন, সুযোগ আবার আসবে। সুযোগ অবশ্য তিনি নিয়েই যাচ্ছেন। এই ম্যাচে স্রেফ সেঞ্চুরিটাই হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন