বড়দিনের ছুটিতে হিমালয়ের কোলে কোহলি-আনুশকা

উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে বিলাসবহুল এক রিসোর্টে বড়দিনের ছুটি কাটাতে কাটাচ্ছেন এসময়ের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যন বিরাট কোহলি। তবে একা নন, সঙ্গে রয়েছেন বান্ধবী আনুশকা শর্মা।
বড়দিনের ছুটিটা দুজন একসঙ্গে কাটিয়েছেন হিমালয়ের কোলে। উত্তরাখণ্ডের বিলাসবহুল রিসোর্ট আনন্দ ইন দ্য হিমালয়ে দুজন বড়দিনের ছুটিতে একসঙ্গে ছিলেন।
এর আগে এই সুপারস্টার জুটিকে দেখা যায় দেরাদুনের জলিগ্রান্ট বিমানবন্দরে। গত এপ্রিলে বিরাট কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করে উত্তরাখণ্ডের পর্যটন দপ্তর। এরপর এবারই প্রথম উত্তরাখণ্ডে এলেন বিরাট।
বিরাট ও তার বান্ধবী আনুশকাকে স্বাগত জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত টুইটারে পোস্ট করেন, ‘উত্তরাখণ্ডে স্বাগত বিরাট আর আনুশকা। আশা করি এখান থেকে আপনারা প্রচুর সুখস্মৃতি উপহার পাবেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন