বড়দিনের পিঠা বানাতে টনি সাহায্য করেছে : প্রিয়া ডায়েস
এক সময়ের তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাস করছেন। নিউইয়র্কে ‘প্রিয়া ড্যান্স একাডেমি’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন প্রিয়া। এ ছাড়া সেখানকার স্থানীয় চ্যানেলের জন্য অনুষ্ঠানও নির্মাণ করেন প্রিয়া। আগামীকাল বড়দিনের পরিকল্পনা ও অন্যান্য বিষয় নিয়ে আজ দুপুরে মুঠোফোনে আলাপ করেছেন প্রিয়া।
বড়দিনে আপনার পরিকল্পনা কী?
প্রিয়া ডায়েস : পরিবারের সবাইকে নিয়ে ঘুরব। এ ছাড়া বাসার সবার জন্য অনেক খাবার রান্না করেছি। ইউটিউবে দেখে পিঠা বানানো শিখেছি। অবশ্য বড়দিনের পিঠা বানাতে টনিও সাহায্য করেছে। সবাই মিলে মজা করে নিজের বানানো পিঠা খাব। আর নিউইয়র্কে বড়দিনে প্রতিটা বাড়ি বিয়ে বাড়ির মতো করে সাজানো হয়। চারদিকে শুধু আলো আর আলো। দেখতে অনেক সুন্দর লাগে।আমাদের বাসাও আমরা সাজিয়েছি। অনেক অতিথি বেড়াতে আসবেন।
বড়দিন উপলক্ষে নতুন কোনো অনুষ্ঠান নির্মাণ করেছেন?
প্রিয়া ডায়েস : এখানকার প্রবাসী বাঙালিদের দেওয়া একটি চ্যানেল রয়েছে। নাম চ্যানেল ২৪। এই চ্যানেলের জন্য কিছু অনুষ্ঠান নির্মাণ করেছি। অনুষ্ঠানের উপস্থাপকও আমি। এ ছাড়া আমাদের দেশের বিজয় দিবসকে ঘিরেও একটি অনুষ্ঠান আমরা করব। যেটা ৩১ ডিসেম্বর মানে থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের সংগীতশিল্পী লিজার গান গাওয়ার কথা রয়েছে। আমরা অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর করতে চেয়েছি কিন্তু নানা কারণে সেটা করা সম্ভব হয়নি।
‘প্রিয়া ড্যান্স একাডেমি’ ছয় বছর ধরে পরিচালনা করছেন। কেমন লাগছে?
প্রিয়া ডায়েস : অবশ্যই ভালো লাগছে। আমি তো ছোটবেলা থেকে নাচ শিখেছি। শিল্পচর্চার মধ্য দিয়ে বড় হয়েছি। এখানে নাচের একাডেমি করতে পেয়ে আমি অনেক খুশি। ‘প্রিয়া ড্যান্স একাডেমি’ নামেই আমি ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছি। প্রিয়া ডায়েস নামে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেটা অনেকদিন হলো হ্যাক হয়েছে। ওটা কে এখন চালাচ্ছে, আমি জানি না।
আপনাদের একমাত্র মেয়ে অহনা সম্পর্কে কিছু বলুন…
প্রিয়া ডায়েস : অহনা এখন ক্লাস টেনে পড়ছে। অহনা খুব ভালো গান গায়। ওর স্কুলে মিউজিক ক্লাসে ও অনেক মনোযোগী। পড়াশোনা ও গানে অহনা অনেক ভালো করছে। ওর কণ্ঠের মধ্যে আলাদা জাদু আছে। ওর শিক্ষকরা অনেক প্রশংসা করেন। আমরা তো সহজে হাতের কাছে কিছু পাইনি। কিন্তু অহনার এ বিষয়ে কোনো সমস্যা নেই। স্বপ্ন দেখি, বড় হয়ে আমার মেয়ে সংগীতশিল্পী হবে। সবাই দোয়া করবেন।
বাংলাদেশের কোন জিনিসটা অনেক মিস করেন?
প্রিয়া ডায়েস : দেশের শিল্পকলা একাডেমি অনেক মিস করি। দেশে এখন আমার কাছের কেউ নেই। আমার পরিবার, আত্মীয়-স্বজন সবাই নিউইয়র্কে থাকেন। তাই দেশে যাওয়া হয় না। এ দেশে আমরা ভালো ও নিরাপদে আছি। তবে দেশ ও দর্শকদের অনেক মনে পড়ে। এনটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন