বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আক্রমণের শিকার সাব্বির
ফেসবুক পেজে বড়দিনের শুভেচ্ছা জানানোয় এবার আক্রমণের শিকার হলেন ক্রিকেটার সাব্বির রহমান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজের ভেরিফায়েড পেজে স্ট্যাটাসটি দেন। এর পর অনেকেই তাঁকে আক্রমণ করে বিদ্বেষমূলক কথা লিখতে থাকেন।
প্রথম স্ট্যাটাসটি লেখার কিছুক্ষণ পরই ঈদে মিলাদুন্নবীর (সা.) শুভেচ্ছা জানিয়ে আরেকটি স্ট্যাটাস দেন সাব্বির। তবে প্রথমটির জন্যই তাঁকে হেনস্তার শিকার হতে হয়।
এর আগে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস বিদ্বেষমূলক আক্রমণের শিকার হয়েছিলেন।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সাব্বির রহমানের দেওয়া স্ট্যাটাসে নাসিমা পারভিন নামের একজন লেখেন, ‘আপনি খ্রিস্টান না মুসলিম, প্রথমে ঈদে মিলাদুন্নবীর (সা.) শুভেচ্ছা দিয়ে এখন বড়দিনের শুভেচ্ছা দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না।’ তাকিউল হাসান স্পন্দন নামের একজন মন্তব্য করেন, ‘বাহ বাহ, মুসলিম হয়ে ক্রিসমাস! আপনি কি মুসলিম, না খ্রিস্টান?’
একই রকম মন্তব্য করেন বেশ কয়েকজন। তবে অনেককেই আবার এর কঠোর জবাব দিতে দেখা গেছে।
ফ্যানপেজে দর্শীয় অসহিষ্ণুতামূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাব্বির রহমান নিজেও। আজ শনিবার ইংরেজি ও বাংলায় দেওয়া দুটি স্ট্যাটাসে তিনি বলেন, ‘ধর্মীয় অসহিষ্ণুতামূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এটা আমার ফ্যানপেজ, আমার ফ্যানদের জন্য।…এর পরও যদি এ ধরনের আজেবাজে মন্তব্য করেন, তবে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন