বড় জয়ে শুরু ঢাকা ডায়নামাইটসের

বিপিএলের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস। মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
শুরুতে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফীস ও মুশফিকের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে বরিশাল বুলস। জিততে হলে ১৪৯ রান করতে হবে সাকিব-ব্রাভোদের ঢাকা ডায়নামাইটসকে।
জয়ের জন্য ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখাপর্যন্ত ঢাকার সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেটে ১৩৭ রান। ব্যক্তিগত ৩০ রানে সাজঘরে ফিরে গেছেন কুমার সাঙ্গাকারা, আর ২০ রানে আউট হয়েছেন সাকিব আল হাসান।
এর আগেব্যাট করতে নেমে শামসুর রহমান (৬), দিলশান মুনাবেরা (১২), ডেভিড মালান (১৬), শাহরিয়ার নাফীস (৫৫) রান করেন। ৩৭ বল মোকাবেলা করে ৭ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি খেলে শহীদের বলে বোল্ড হন নাফীস। এছাড়া ব্যক্তিগত ৫০ রানে অপরাজিত থাকেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। তার এই ইনিংসটি ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল।
বল হাতে ঢাকার হয়ে মোহাম্মদ শহীদ সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া দলীয় অধিনায়ক সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো রবি বোপারা একটি করে উইকেট নেন।
গতবার সিলেটের দায়িত্বে ছিলেন মুশফিকুর রহীম। আর গত মৌসুমে রংপুরের হয়ে খেলা সাকিব আল হাসান এবার ঢাকা ডায়নামাইটসে অধিনায়ক হিসেবে রয়েছেন।
ঢাকা ও বরিশালের মধ্যকার এই ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৭টায়। এর আগে দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে চিটাগং ভাইকিংস। এবার বরিশালের দায়িত্বে রয়েছেন মুশফিকুর রহিম।
বরিশাল বুলস : মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবেরা, রায়াদ এমরিত, ডেভিড মালান, থিসারা পেরেরা ও মনির হোসেন।
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাঞ্জামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা ও মোহাম্মদ শহীদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন