বড় দিনে রাজধানীর বনানীর গির্জা ছিল জঙ্গিদের টার্গেট

শুভ বড়দিনের অনুষ্ঠানে বনানী গির্জায় বেশি সংখ্যায় বিদেশি নাগরিক উপস্থিত থাকেন। সে কারণে ওইদিনকে সামনে রেখে এই গির্জাকে টার্গেট করেছিল জঙ্গিরা। সেখানে হামলার জন্য সব প্রস্তুতিও নিয়েছিল এক আত্মঘাতী নারী জঙ্গি সদস্য। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের আগাম অভিযানের ফলে জঙ্গিদের সেই নীলনকশা বাস্তবায়ন ভেস্তে গেছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে গ্রেফতার হওয়ার দুই নারী জঙ্গি।
কাউন্টার টেররিজম ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা ইত্তেফাককে বলেন, আশকোনার ওই আস্তানায় তিনটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই তিনটি ভেস্ট ওই তিন নারীর ব্যবহার করার কথা ছিল। এদের একজন আত্মঘাতী হয়ে মারা গেছে। অপর দু’জন গ্রেফতার হয়ে বর্তমানে পুলিশের রিমান্ডে আছে। গ্রেফতার দু’জন স্বীকার করেছে একটি শিশুকে সঙ্গে নিয়ে দুই নারী বনানীর ওই গির্জা কয়েকদিন আগে পরিদর্শনও করেছে। পরিকল্পনা ছিল শিশুটিকে সঙ্গে নিয়ে একজন নারী সুইসাইডাল ভেস্ট পরে আত্মঘাতী হামলা চালাতে যাবে। শিশু সঙ্গে থাকলে কেউ তাকে সন্দেহ করবে না।
সংশ্লিষ্টরা বলছেন, হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আশকোনার ওই আস্তানায় গিয়েছিলেন জঙ্গিদের অন্যতম পৃষ্ঠপোষক মেজর (বরখাস্তকৃত) জিয়া ও মুসাসহ অনেকেই। কারা সেখানে বৈঠকে ছিলেন তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন গোয়েন্দারা। এদিকে গ্রেফতার ওই দুই নারী জঙ্গির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এই রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আত্মঘাতী হয়ে যে নারী মারা গেছেন তার নাম শাকিরা ওরফে তাহেরা। তার স্বামীর নাম সুমন। কিছুদিন আগে সাভার থেকে প্রায় ৩০ কেজি বিস্ফোরকসহ সুমনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট। বর্তমানে সে কারাগারে আছে। শাকিরার আগের স্বামী ইকবালের সন্তান সাবিনা ওরফে আফিফা। বর্তমানে সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। ইকবাল একজন ব্যবসায়ী ছিল। ক্যান্সারে তার মৃত্যুর পর মেয়েসহ শাকিরাকে বিয়ে করে সুমন। সুমনের সঙ্গে বিয়ের পর শাকিরা জঙ্গি মতাদর্শে আগ্রহী হতে শুরু হবে।
গোয়েন্দারা জানান, সুমনের বাড়ি বগুড়ায়। সে বাংলাভাইয়ের সহযোগী ছিল। এক পর্যায়ে তাকে জেএমবি থেকে বের করে দেয়া হয়। পরে সে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ পদে যোগ দেয়। ছবি দেখে সুমনের পরিচয় নিশ্চিত করেছে হাসপাতালে চিকিত্সাধীন আফিফা।
গুলিতেই মৃত্যু আফিফ কাদরীর : আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযানে আফিফ কাদরী গুলিতেই মারা গেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আফিফ কাদরীর চুল ও দাঁতের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে আফিফ কাদরী কোনো উত্তেজক কিছু বা কোনো ওষুধ সেবন করেছে কি না, তা জানতে তার রক্ত ও মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে সাবেক ব্যাংক কর্মকর্তা তানভীর কাদরী ও তার ছেলে আফিফ কাদরীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তানভীর কাদরী রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানের সময় আত্মঘাতী হন। তার স্ত্রী আবেদাতুল ফাতেমা এখন কারাগারে। তানভীর-ফাতেমা দম্পতির অপর ছেলে (আফিফের যমজ) আজিমপুরে ওই অভিযানে গ্রেফতার হয়ে কারাগারে আছে।
দুই নারী জঙ্গির ৭ দিনের রিমান্ড মঞ্জুর : গতকাল বেলা তিনটার দিকে ওই দুই প্রশিক্ষিত নারী জঙ্গি মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শীলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) ও মাইনুল ইসলাম ওরফে আবু মুসার স্ত্রী তৃষামনি ওরফে উম্মে আয়শা (২২) কে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক সাইয়েদুর রহমান।
আদালতে উপস্থিত হওয়ার সময় শীলার ষোল মাস বয়সী কন্যা মারিয়াম ও তৃষামনির কন্যা জুরাইরিয়া (৪ মাস) তাদের সঙ্গে ছিল। আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ভারতের মুসা এবং বাংলাদেশের মুসা এক ব্যক্তি নন। আশকোনার ঘটনার সঙ্গে বাংলাদেশের সুমার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অনুসন্ধান চলছে
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ খানের পূর্ব আশকোনায় পুলিশ ‘অপারেশন রিপল ২৪’ নামে অভিযান পরিচালনা করে। এ সময় জঙ্গি সুমনের স্ত্রী জঙ্গি সারিকা তার শিশু সন্তানকে নিয়ে পুলিশের দিকে এগিয়ে যাওয়ার পথে পরনের সুইসাইডাল ভেস্টটির বিস্ফোরণ ঘটায়। অভিযান চলাকালে গুলিতে নিহত হয় আফিফ কাদরী নামে আরেক কিশোর। শীলা ও তৃষামনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন