বড় পর্দায় আসছে ফেরদৌস-জয়ার ‘পুত্র’
সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ ছবিটির প্রিমিয়ার হবে আগামীকাল মঙ্গলবার। ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও জয়া আহসান।
ছবিটির প্রিমিয়ারে কাল উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এবং ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে ‘পুত্র’ ছবিটি নির্মিত হয়েছে।
ছবির পরিচালক সাইফুল ইসলাম মান্নু বলেন, ‘অটিস্টিক বাচ্চাদের নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। কাজটা করা অত সহজ ছিল না। ছবির শুটিংয়ের আগে অটিস্টিক বাচ্চাদের নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের সঙ্গে আলাপ করেছি। অটিস্টিক বাচ্চাদের নিয়ে আমি পড়াশোনাও করেছি। আশা করছি, ছবিটি সবার হৃদয়ে দাগ কাটবে।’
জয়া আহসানও পুত্র ছবিটি নিয়ে বেশ আশাবাদী। বললেন, ‘ছবির গল্প চমৎকার। ছবিটিতে অভিনয় করে ভালো লেগেছে।’
অন্যদিকে, নায়ক ফেরদৌস অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত ছবিতে প্রথমবারের মতো কাজ করে বেশ উচ্ছ্বসিত। জানালেন, ছবিটিতে কাজ করে তাঁর ভিন্নরকম অভিজ্ঞতা হয়েছে। ছবিটিতে অনেক ভালো মেসেজ রয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন