বড় পুকুরিয়া দুর্নীতি : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপিল
বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে আবেদনটি করেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
গত বছরের ১৭ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে রায় দেন। গত ২৫ মে এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এবার সেই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করলেন খালেদা জিয়া।
আবেদন প্রসঙ্গে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, খালেদা জিয়া এ রায়ের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করেছেন। আবেদনে মামলা বাতিল এবং স্থগিত চাওয়া হয়েছে।
এই মামলার বিচারকাজ ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আমিনুল ইসলামের আদালতে চলছে। আগামী ১৭ জুলাই মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। এ মামলায় চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়। ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন