‘বড় ভাই’কে পিটিয়ে ভিডিও ফেসবুকে, ৩ স্কুলছাত্র বহিষ্কার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক মেধাবী ছাত্রকে মারপিট করে ভিডিও ফেসবুকে ছেড়েছে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্র। এই উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ওই তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলো পাবনা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলীর ছেলে নিলয় পারভেজ, রায়গঞ্জের ঝাপড়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে জীম ও ধানগড়া বাগানবাড়ীর আবদুল মান্নানের ছেলে নাহিদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র গোলাম কিবরিয়াকে (১৩) গত ২৬ সেপ্টেম্বর একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্র বিনা কারণে মারধর করে। মারধরের দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে দেয় তারা। ভিডিওটি সবার নজরে এলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। তাৎক্ষণিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ডেকে অভিযুক্তদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেন।
আজ শুক্রবার সন্ধ্যায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হানিফ উদ্দিন সরকার বলেন, অভিযুক্ত তিন বখাটে ছাত্র একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র গোলাম কিবরিয়াকে বিনা কারণে মারধর করে এবং ভিডিওচিত্রটি ফেসবুকে ছেড়ে দেওয়ার অপরাধে তাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।
আহত শিক্ষার্থী গোলাম কিবরিয়া রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন