বয়ঃসন্ধিতে বন্ধ দরজার পেছনে কী করতেন টাইগার শ্রফ, জেনে নিন

বাবা জ্যাকি শ্রফ ছিলেন ৯০ দশকের নামী অ্যাকশন হিরো। মা মডেলিং দুনিয়া থেকে পরবর্তীকালে চলে আসেন ছবি প্রযোজনার কাজে। সেদিক থেকে দেখতে গেলে, টাইগার বেড়ে উঠেছেন বলিউডি পরিবেশে।
বর্তমানে তিনি বলিউডের ডান্সিং স্টার। কিন্তু ‘স্টার কিড’ হওয়া সত্ত্বেও অভিনয়ে আসার আগে সেভাবে শোনাই যায়নি তাঁর নাম।
জয় হেমন্ত শ্রফ— তাঁর আসল নাম হলেও, বলিউড তাঁকে চেনে টাইগার শ্রফ নামেই।
বাবা জ্যাকি শ্রফ ছিলেন ৯০ দশকের নামী অ্যাকশন হিরো। মা মডেলিং দুনিয়া থেকে পরবর্তীকালে চলে আসেন ছবি প্রযোজনার কাজে। সেদিক থেকে দেখতে গেলে, টাইগার বেড়ে উঠেছেন বলিউডি পরিবেশে। কিন্তু তাঁর প্রথম ছবি ‘হিরোপন্তি’-র আগে তাঁকে কোথাওই সে ভাবে দেখা যায়নি।
তিনি খুবই লাজুক বলে দাবি করেছেন টাইগার। এ-ও বলেছেন, কিশোর বয়সে বাড়িতে বেশিরভাগ সময়s ঘরের দরজা বন্ধ করে রাখতেন।
স্বভাবতই প্রশ্ন করা হয় তাঁকে, কেন? কীই বা করতেন বন্ধ দরজার পিছনে?
পপ তারকা মাইকেল জ্যাকসনের ভক্ত টাইগার। এখনও তাঁর মৃত্যু মেনে নিতে কষ্ট হয় টাইগারের। সেই মাইকেলের ডান্স-স্টেপ প্র্যাকটিস করতেন টাইগার। মা-বাবা যাতে জানতে না পারেন, সে কারণেই ঘরের দরজা বন্ধ রাখতেন মাইকেল ‘জুনিয়র’।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন