ভক্তদের আবদার, হারাতেই হবে পাকিস্তানকে!
আগামী রবিবার এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে নামতে চলেছেন বিরাটরা। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেটাররা যতই আবেগ লুকিয়ে রাখার বার্তা দিক না কেন, মহারণের ৪৮ ঘণ্টা আগে দু’দেশের ক্রিকেট ভক্তদের উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। তাদের কাছে বাইশ গজে ভারত-পাকিস্তান লড়াই মানে শুধু একটা ম্যাচ নয়, এ যেন যুদ্ধক্ষেত্র।
উপমহাদেশীয় এই ক্রিকেট যুদ্ধকে কেন্দ্র করে ভারতীয় এক ভক্ত যেমন জানিয়ে দিলেন,”চ্যাম্পিয়ন্স ট্রফিটা না জিতলেও চলবে, কিন্তু পাকিস্তানকে অবশ্যই হারাতে হবে। ” শেষবার ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে প্রতিবেশী দুই ভারত-পাকিস্তান। এরপর শুধুই আইসিসি’র টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে তারা। প্রতিবারই তাই দুই প্রতিবেশী দেশের ক্রিকেট যুদ্ধের আগে ভক্তরা ভাসেন আবেগে।
বিরাটদের অন্য এক ভক্ত একধাপ এগিয়ে বলেন,”ভারত-পাকিস্তান ম্যাচ আমাদের কাছে শুধু একটা ম্যাচ নয়, এটা আমাদের কাছে মহারণ। আশা করি বার্মিংহ্যামে পাকিস্তানকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের পরিসংখ্যানটা সমান সমান করবে বিরাটরা। ”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর স্বাদ পেলেও বিশ্বকাপে কোনও দিন ভারতের বিরুদ্ধে জয়ের গন্ধ পায়নি পাকিস্তান। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ৬ বারের সাক্ষাতে ছ’বারই হেরেছে পাকিস্তান। আর কুড়ি-বিশের বিশ্বকাপেও একই ফলাফল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য ২-১ এগিয়ে রয়েছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন