ভক্তের চিকিৎসার ব্যয়ভার বহন করলেন মিসবাহ

ভক্তের চিকিৎসার ব্যয়ভার বহন করলেন মিসবাহ উল হক। হার্টের অপারেশনের জন্য রোহান নামের সেই ভক্তের হাতে মোট তিন লাখ রুপি তুলে দেন সাদা পোশাকে পাকিস্তান ক্রিকেট দলের এই অধিনায়ক।
১৬ বছর বয়সী রোহানের হার্টে ছিদ্র ধরা পড়ে। ২০১৫ বিশ্বকাপে সাক্ষাৎ হওয়া এই ভক্তের চিকিৎসার খরচের জন্য প্রথমে একটি তহবিল গঠন করে প্রচারণা চালান মিসবাহ। আর এই কারণে তিনি নিজের ব্যাট ও জার্সি নিলামেও তোলেন।
এই তহবিল থেকে কিছু অর্থ জোগাড় হলেও বেশিরভাগ টাকার ব্যবস্থা করেছেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার। তহবিল হতে প্রাপ্ত টাকা ও নিজের টাকা মিলিয়ে যথেষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের পর সেটা রোহানের হাতে তুলে দেওয়া হয়।
রোহানের অসুস্থতার খবর মিসবাহ প্রথম জানতে পারেন তার মেন্টর তাহির শাহর কাছ থেকে। তাহির আর রোহান একই এলাকায় থাকেন। চিকিৎসার ব্যয়ভার বহন করলেও রোহানের সঙ্গে দেখা করতে পারেননি মিসবাহ। অস্ট্রেলিয়া সফরের জন্য দ্রুতই দেশ ছাড়তে হয়েছে তাকে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন