ভক্তের স্বপ্নপূরণ করলেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তী মাশরাফি বিন মর্তুজাকে যে বিশেষণই দেওয়া হোক; তা যেন একটু কমই হয়ে যায়। তাকে ‘নড়াইল একপ্রেস’ বা ‘ম্যাশ’ আখ্যায়িত করার পেছনে রয়েছে ভক্তদের ভালবাসা। আর ভক্তদের প্রতি ম্যাশের ভালবাসাও কম নয়।
উদারচেতা এ ক্রিকেটার মাঠের ভেতর ও বাহিরে ব্যক্তি কিংবা সামাজিক জীবনে ভদ্রতা, নমনীয়তার নজীরবিহীন ছাপ রেখেছেন। সম্প্রতি আরো এক অধ্যায় যেন যোগ হলো ভক্তদের প্রতি তার ভালোবাসার ডায়েরিতে।
প্রিয় খেলোয়াড়দের কাছে পেতে সবার ভেতরেই ব্যকুলতা কাজ করে। কেউ একটু স্পর্শ করে দেখতে চান। কেউ বা ছবি তুলে স্মরণীয় করে রাখতে চান সেই মুহূর্ত। সরাসরি কথা বলার আগ্রহ দেখান প্রিয় খেলোয়াড়ের সঙ্গে অনেকেই। ম্যাশ কাউকেই হতাশ করতে চান না যেন। তাই দেখা করার সম্মতি দিয়েছিলেন শিশিরকেও। শিশির শারীরিক প্রতিবন্ধী। হুইল চেয়ারেই কাটে তার অধিকাংশ সময়।
বুদ্ধি হবার পর থেকে সে বাংলাদেশের কোন ক্রিকেট ম্যাচ মিস করেনি। যতক্ষণ খেলা চলে ততক্ষণ তাকে বসিয়ে রাখতে হয় টিভি সেটের সামনে। একদিকে টিভির স্ক্রিনে চলে খেলা অন্যদিকে হুইল চেয়ারে বসে উত্তেজনা, আনন্দ উল্লাসে ক্রিকেট টিমের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখায় শিশির।
ক্রিকেটের প্রতি, টিমের প্রতি তার এ দুর্বার টানই হয়তো তাকে নিয়ে গেছে ম্যাশের আরো কাছাকাছি।
DSE গ্রুপের এডমিন আপ্রাণ চেষ্টা করেন কীভাবে এই ক্ষুদে ভক্তকে দেখা করানো যায় ম্যাশের সঙ্গে। কীভাবে তার ইচ্ছা পূরণ করা যায়। সে লক্ষ্যে তারা যোগাযোগ করেন মাশরাফির ভাই মোরসালিন বিন মর্তুজার সাথে। মোরসালিনের মাধ্যমেই অবশেষে শিশিরের স্বপ্নপূরণ সম্ভব হয়। মাশরাফির সঙ্গে দেখা হয় ক্ষুদে এই বিশেষ ফ্যানের। শুধু তাই নয়, প্রিয় মাশরাফির সঙ্গে ছবি তোলারও সুযোগ পায় সে। আর তাতেই শিশিরের সে কী উচ্ছ্বাস! ভক্তের স্বপ্নপূরণের সেই উচ্ছ্বাস ছুঁয়ে যায় সকলকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন