ভক্ত গ্রেপ্তার, নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইবেন আফ্রিদি

তাঁর ১০ নম্বর খোদাই করা জার্সি পরার অপরাধে এক যুবক গ্রেপ্তার হওয়ায় দুঃখপ্রকাশ করলেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তাঁকে উদ্ধৃত করে পাকিস্তানের একটি সংবাদপত্র বলেছে, ‘এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।
ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা দুঃখজনক। ’
এ বিষয়টি দেখার জন্য আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করবেন বলেও জানিয়েছে সংবাদপত্রটি।
জানা গেছে, আসামে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন রিপন চৌধুরী নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আফ্রিদির জার্সি পরার অভিযোগ দায়ের করে বিজেপির যুব শাখা। এই অভিযোগে রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) এবং ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগেও চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানে বিরাট কোহলির এক ভক্তকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বাড়ির ছাদে ভারতের পতাকা লাগানোর অপরাধে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। অবশ্য পরে জামিন পান তিনি।
এই দুটি ঘটনারই নিন্দা করে আফ্রিদি বলেছেন, ‘এই ধরনের ঘটনা অসহিষ্ণুতাকেই তুলে ধরে। এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। কারণ, ভারত ও পাকিস্তান দু দেশেই একে-অপরের ক্রিকেট ভক্ত আছে। তাদের শুধু ক্রিকেট ভক্ত হিসেবেই দেখা উচিত। ’
সূত্র:এবিপি
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন