‘ভদ্রতার মুখোশে থাকা গডফাদারদের আইনের আওতায় আনা হবে’
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, সুন্দরবনে সন্ত্রাসীরা অপরাধ করবে আর শহরে বসে গডফাদাররা সুবিধা নেবেন তা হতে দেয়া হবে না। তথ্য পাওয়া মাত্রই ভদ্রতার মুখোশে থাকা এসব গডফাদারদের আইনের আওতায় আনা হবে।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা সার্কিট হাউজে প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, বাঘ হত্যা নতুন কোনো ঘটনা নয়। বিশ্বের বিভিন্ন স্থানে বাঘ হত্যার ঘটনা ঘটছে। বাঘ হত্যা রাতারাতি বন্ধ করা যাবে না। দস্যু দমনে পশ্চিম সুন্দরবনে র্যাবের ক্যাম্প স্থাপন ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং সুন্দরবনের ঐতিহ্য ধরে রাখতে এ উদ্যোগ খুব শিগগিরই বাস্তবায়ন হবে।
র্যাবের মহাপরিচালক বলেন, যে সকল নৌকা জেলেদের কাছে ভাড়া দেন বা জেলেদের নিজস্ব নৌকা রয়েছে তাদের সকলকে নৌকায় একটি করে ওয়্যারলেস এন্টিনা ব্যবহার করতে হবে। এন্টিনা ব্যবহার করলে শুধু ডাকাত বা দস্যুদের কবলে পড়লে অন্য নৌকার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ওই এন্টিনা ব্যবহার করে কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন