‘‘ভবিষ্যতের কথা ভাবতে হলে আমাদের চার-পাঁচজন টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় তৈরি করতেই হবে’’

সীমিত ওভারের ক্রিকেট বাংলাদেশ দারুণ সাফল্য পাচ্ছে। গত প্রায় দুই বছরে বাংলাদেশের যতগুলো সাফল্য তাঁর বেশির ভাগ এসেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে। টেস্টে সে তুলনায় সাফল্য খুবই কম। নিউজিল্যান্ড সফরের ব্যর্থতার পর ভারতে চলমান টেস্টে যে খুব ভালো কিছু করতে পারছে বাংলাদেশ তা কিন্তু নয়।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভালো করতে না পারার মূল কারণ হচ্ছে, দলে টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় খুবই কম। দীর্ঘদিন পর হলেও বাংলাদেশের উপলব্ধি হয়েছে আলাদা একটি টেস্ট দল গঠনের।
ভবিষ্যতের কথা চিন্তা করে একটা আলাদা টেস্ট দল গঠনের কথা ভাবছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। শনিবার হায়দরবাদে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় নেই বললেই চলে। ভবিষ্যতের কথা ভাবতে হলে আমাদের চার-পাঁচজন টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় তৈরি করতেই হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে।’
আসলেও তাই, টেস্টে বাংলাদেশের সাফল্য খুবই কম। ভরাতের বিপক্ষে চলমান এই টেস্টের আগে বাংলাদেশ ৯৭টি টেস্ট খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র আটটি টেস্ট। ড্র করেছে ১৫টি এবং বাকি ৭৪টি টেস্টেই হেরেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন