ভবিষ্যতে আর চলচ্চিত্র দিবসে আসবো না: ইলিয়াস কাঞ্চন
পঞ্চমবারের মতো আজ পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষ্যে এদিন সকাল থেকেই নব সাজে এফডিসি। প্রতিটি চত্বরে চত্বরে, দেয়ালে লেগে আছে বাংলা সিনেমার ঐতিহ্য। ষাট, সত্তুর থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলা সিনেমার স্মরণীয় সিনেমাগুলোর ঝকঝকে পোস্টার সাঁটানো।
অথচ যাদের জন্য বছরে একটি দিন নতুন সাজে এফডিসি, সেইদিনই নেই তারা! হ্যাঁ। বলছিলাম বাংলা চলচ্চিত্রের তারকাদের কথা। এদিন বর্তমান সময়ের অভিনয়শিল্পীদের উপস্থিতি তুলনামূলক ছিল কম।
ইলিয়াস-কাঞ্চনসকাল সাড়ে ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে র্যালি অনুষ্ঠিত হয়। কিন্তু কয়েকজন সিনিয়র তারকা ছাড়া র্যালিতে উপস্থিত ছিলেন না হালের কোনো অভিনয়শিল্পী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সবচে’ ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’ নায়ক ইলিয়াস কাঞ্চন।
ক্ষোভ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, সৈয়দ হাসান ইমাম, রাজ্জাক ভাইয়ের পর আমি ছাড়া আর কোনো সিনিয়র শিল্পীকে দেখিনি। কিন্তু কেবল সিনিয়র শিল্পীরাই দিবসটিতে কেনো আসবো। আমাদের ডেকে এনে মূল্যায়ন করা না হলে।
তিনি বলেন, সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশে মঞ্চে অচেনা অজানা লোকদের আনাগোনা দেখলাম। শোভাযাত্রা যখন বের হলো তখনো আমাদের ডাকা হলো না। আমরা শিল্পী, শিল্পীদের একটা সন্মান আছে। আমি তো নিজে গিয়ে বলতে পারিনা যে ভাই আমাকে সামনে দাঁড়ানোর একটু জায়গা দেন। তাই ভবিষ্যতে আর এ অনুষ্ঠানে আসবো না।
এদিকে ‘তথাকথিত’ তারকাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক রাজ রাজ্জাক। উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে রাজ্জাক বলেন, ‘তথাকথিত তারকারা আজকের দিনের অর্থ বোঝে না তাই তাদের উপস্থিতি কম। যদি তারা এর মর্ম বুঝতে পারত তবে উপস্থিত থাকত। সবার উপস্থিতির জন্য ঢাকার ভেতরে আনুষ্ঠানিকভাবে সমস্ত শুটিং বন্ধ রাখা হয়েছে তবু তথাকথিত তারকারা উপস্থিত নেই।’
উল্লেখ্য, বর্তমান সরকার ২০১২ সালে ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ঘোষণাসহ চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করেছে। এরপর থেকে নিয়মিতই অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় চলচ্চিত্র উত্সব। আজ পঞ্চমবারের মতো পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৭। ব্যাপক আয়োজনের মাধ্যমে এবার পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন