ভবিষ্যতে বাংলাদেশ খেলতে আসা অন্যদলগুলোর প্রতি ইংলিশ কোচের সতর্কবার্তা!
বাংলাদেশ ক্রিকেট দল ঘরের মাটিতে কতটা শক্তিশালী দল ইতোমধ্যেই তা প্রমাণ করেছে। ২০১৪ সালের পর থেকে ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছে বাংলাদেশ। হারিয়েছে পাকিস্তান, ভারত, দক্ষিন আফ্রিকার মতো দলকে। বাংলাদেশ যে থামার নয় সেটিও বুঝেছেন ইংলিশ কোচ।
বদলে যাওয়া বাংলাদেশকে সমীহ করছেন সফরকারী ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেইলিস। বুধবার সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ-ইংল্যান্ড। আর এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই তৈরী হয়েছে অনেক উত্তেজনা। এদিকে বাংলাদেশের পারফরমেন্সের বর্ণনা দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ খেলতে আসা দলগুলোর জন্য মন্ত্র দিয়েছেন ইংলিশ কোচ ট্রেভর বেইলিস।
তিনি বলেন, “প্রতিপক্ষকে বাড়তি সুবিধা পাইয়ে দেবে না কোনো দল। বাংলাদেশকে এখন আর সহজে থামিয়ে রাখা যায় না। তারা প্রতিটি ম্যাচেই দুর্দান্ত লড়াই করে। নিজেদের হোম কন্ডিশনের জন্য তাদের দারুণ একটা বোলিং আক্রমণও আছে। গত এক-দেড় বছরে তারা আরও দুর্দান্ত পারফর্ম করছে। বাংলাদেশ সফরে আসা অন্যরাও সেটি বুঝেছে। ভবিষ্যতে যারা বাংলাদেশে আসবে তাদের আগে থেকেই বুঝে-শুনে-ভেবে আসতে হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন