ভবিষ্যতে বাতাস পাল্টালে এই আচরণের পুনরাবৃত্তি হতে পারে
ভবিষ্যতে যদি বাতাস পাল্টে যায়, এই ধরণের আচরণের পুনরাবৃত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন মীর কাসেম আলীর প্রধান আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
মীর কাসেম আলীর রিভিউ খারিজ করে দেয়ার পর আজ সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনের সামেন দাঁড়িয়ে থাকা ‘মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উচ্ছাসের বিষয়ে তিনি এমন মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, ‘আজ যদি বিএনপি ক্ষমতায় থাকতো, আর আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি থাকতাম তাহলে এখানে টু শব্দ হলে ওখান থেকে হুকুম আসতো, এটা সুপ্রিম কোর্টের কম্পাউন্ডে করা যাবে না।’
তিনি আরো বলেন, এখানে আজকে রায় ঘোষণা হয়েছে, ফাঁসির দড়ি নিয়ে ঢোল পেটানো ও মিষ্টি বিতরণ করা হচ্ছে। এটা আদালতের প্রতি কতটা অপমানজনক, তা আপনারা যারা মিডিয়ায় আছেন, তারা দেখবেন। আমি মনে করি, এই আচরণ অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যদি বাতাস পাল্টে যায়, এই ধরণের আচরণের পুনরাবৃত্তি হতে পারে।
‘এই আইনেই তো মুক্তিযুদ্ধের পর বিচার শুরু হয়েছিলো’-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই (বর্তমান) আইনে না, ইউ ডোন্ট নো। যুদ্ধাপরাধীদের আইন করেছিলাম, ১৯৫জন বর্বর পাকিস্তানি সেনা সদস্যদের বিচারের জন্য।
তিনি আরো বলেন, পরবর্তী পর্যায়ে আইনটি পরিবর্তন করা হয়েছে। ওই আইনটি করা হয়েছিল, কেবলমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেনাবাহিনীর অধীনে যে সংস্থা ছিল, তাদের বিচারের জন্য। এই জন্যই মৌলিক অধিকার কার্টেল করেছি। এখানে যাদের বিচার হয়েছে, তাদের মৌলিক অধিকার কেটে বিচার করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন