ভরাডুবির আশঙ্কায় হুমকি দিচ্ছেন আ.লীগ প্রার্থী
শেরপুর: নলিবাবাড়ির বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বিভিন্নভাবে ধামকি দিচ্ছেন দলীয় প্রার্থী। তাদের হামলার ভয়ে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থী মো. হাসানুজ্জামান রিয়াদ।
বৃহস্পতিবার দুপরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. হাসানুজ্জামান রিয়াদ বলেন, ‘আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলেও জনগণের চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আওয়ামী লীগ প্রার্থী ভরাডুবির আশঙ্কায় আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি এবং হামলা ও হুমকি দিয়ে আসছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। গত ১৫ মার্চ রাতে আমার তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর এবং কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দলীয় প্রার্থীর লোকজন। বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং থানা পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো থানার ওসি আমাকে নীরবে বসে থাকতে বলেছেন।’
তিনি বলেন, ‘নৌকার প্রার্থী আব্দুস সবুর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে নির্বাচনী প্রচারণায় বের হতে দিচ্ছেন না। নির্বাচনী মাঠে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।’
এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, ওই প্রার্থীর অভিযোগ সত্য নয়। হামলার ঘটনায় উভয়পক্ষের দেয়া পাল্টাপাল্টি অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
তথ্য প্রদানে সহযোগিতা না করে তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাঁধাগ্রস্তবিস্তারিত পড়ুন
পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী
শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন
শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন
শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন