ভাইবোনকে অপহরণ করে মুক্তিপণ আদায়, যুবলীগকর্মী আটক
লক্ষ্মীপুরে গভীর রাতে ভাইবোনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।
জানা গেছে, সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের ওমানপ্রবাসী আলাউদ্দিন রাজুর বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগকর্মী আদনানকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে বুধবার বিকেলে জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রবাসীর স্ত্রী কাজল রেখা জানান, বড় বোন মিনোয়ারা বেগমের ছেলে রকি (২৪) ও মেয়ে মাহিনুর (৩০) তাঁর বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়লে ওই এলাকার ফাহাদের নেতৃত্বে আদনান, রোকন, পিয়াস ও হৃদয়সহ যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ পরিচয় দিয়ে রাত ১টার দিকে দরজা ভেঙে তাঁর ঘরে ঢোকে। এ সময় তারা আলমারির তালা ভেঙে নগদ ২৬ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট লুট করে নেয়। এ সময় বাধা দিতে গেলে ঘরে ভাংচুর চালানো হয়।
কাজল রেখা আরো জানান, যাওয়ার সময় সন্ত্রাসীরা রকি ও মাহিনুরকে অস্ত্রের মুখে আদনানের বাড়িতে নিয়ে যান। পরে সন্ত্রাসীরা মুক্তিপণ দাবি করেন। এ পর্যায়ে সন্ত্রাসীদের ১০ হাজার টাকা দিলে বুধবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে চরশাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন