ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন নোমান?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য ঘোষিত পূর্নাঙ্গ কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে আবদুল্লাহ আল নোমান থাকছেন না বলে দেশের সংবাদমাধ্যমে খবর আসছে। আর সোমবার বিকালে নোমান নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করে
তবে প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, দু-এক দিনের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন নোমান। শুধু পদ ছাড়া নয়, বিএনপির রাজনীতি থেকেও তিনি সরে দাঁড়াতে পারেন বলে তার ঘনিষ্ঠজনেরা ইঙ্গিত দিয়েছেন।
নোমানের বরাতে একটি সূত্র জানিয়েছে, “নোমান বলেছেন, বিভিন্ন এলাকা থেকে কর্মীদের চাপ আছে। এমন কী তারা বলে রাজনীতি থেকে রিজাইন করেন। এসব নেতাকর্মীরা বলছে এটা তাদের ইমোশন, তাদের বক্তব্য।”
তবে ব্যক্তিগত মতামতের বিষয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এখনো সিদ্ধান্ত নেইনি। আমি যে পদে আছি এই পদে আর থাকতে চাই না। দেখি কী হয়’।
দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, কমিটি ঘোষণার আগে গুলশানের বাসায় একটি মিটিংয়ে দেখা হয়েছে। কমিটির ঘোষণার পর কোনো আলোচনা হয়নি।
নিজস্ব উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
নোমানের ঘনিষ্টজনেরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আবদুল্লাহ আল নোমান স্থায়ী কমিটির সদস্য পদে আশা করেছিলেন। কিন্ত প্রত্যাশা পূরণ না হওয়া তিনি ক্ষুব্ধ হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। তারা দুজনই বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা। নোমানও চট্টগ্রামের বাসিন্দা।
শনিবার বিএনপির কমিটি ঘোষণার সাড়ে চারঘণ্টার মাথা অসুস্থতার কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোসাদ্দেক আলী ফালু। একই দিন নিজের নাম প্রত্যাহার করার আবেদন জানিয়ে চিঠি দেন সহ-প্রচার সম্পাদকের পদ পাওয়া শামীমুর রহমান শামীম।
গত শনিবার (০৬ আগস্ট) নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটি ঘোষণার সাড়ে চার ঘণ্টার মাথায় বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোসাদ্দেক আলী ফালু।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন