ভাইয়ের হাতে ভাই খুন

যশোরের অভয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে মিন্টু পাটোয়ারী (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগর উপজেলার বুইকরা গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু ওই এলাকার ছাত্তার পাটোয়ারীর ছেলে। মিন্টুর বড় ভাইয়ের নাম রুহুল আমিন পাটোয়ারী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বাড়ির সামনের কিছু জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। এ ব্যপারে এক পক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি মীমাংসার জন্য দুই ভাইকে সন্ধ্যায় থানায় আসতে বলে।
ওসি আরো জানান, সন্ধ্যার পর মিন্টু পাটোয়ারী গরুহাটা মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা রুহুল আমিন পাটোয়ারী ও তার সঙ্গের লোকজন মিন্টু পাটোয়ারীকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
আহত মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন