বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ভাই আমার ভ্যান গাড়িডা আইনা দেন, ওরা আমার গাড়িডা নিয়া গেছে’ কিশোরের আকুতি

‘ভাই আমার ভ্যান গাড়িডা আইনা দেন, ওরা আমার গাড়িডা নিয়া গেছে’ জ্ঞান ফেরার পর এভাবেই আকুতি জানিয়েছে ভ্যান চালক গরীব স্কুল ছাত্র শাকিল (১৪)। বাড়তি উপার্জনের জন্য বাবার ভ্যান গাড়ি নিয়ে মাদারীপুর থেকে শরীয়তপুর এসে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ভ্যান গাড়িটি হারায় সে।

শুক্রবার (২৮ জুন) বিকালে শরীয়তপুর সদর উপজেলার কানার বাজার সংলগ্ন রাস্তায় শাকিলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

শাকিল মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার বর্ষারচর গ্রামের এমদাদ সরদার ও তানজিলা বেগম দম্পত্তির ছেলে। সে টেকেরহাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল দুপুরের দিকে অচেতন অবস্থায় কানার বাজার এলাকায় রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে জানতে চাইলে সে জানায়, যাত্রী নিয়ে খোঁয়াজপুর টেকেরহাট থেকে দুপুরের দিকে শরীয়তপুরের মনোহর মোড় এসেছিল সে। পরে মনোহর মোড় এলাকা থেকে দুই ব্যক্তির সঙ্গে তার ভাড়া চুক্তি হয়। ৩০০ টাকার চুক্তি অনুযায়ী দাঁদপুর যাওয়ার কথা থাকলেও ওই যাত্রীরা শাকিলকে জানায় শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও একজন যাত্রী উঠবেন। পরে শাকিল চুক্তি করা দুই যাত্রীসহ ওই যাত্রীকে আনতে বাসস্ট্যান্ড এলাকায় গেলে তাকে সিঙ্গারা খেতে দেয় যাত্রীরা। এরপর যাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে নিয়ে কানার বাজার এলাকায় গেলে সেখানে অচেতন হয়ে যায়। এরপর তার থেকে ভ্যান গাড়িটি নিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে শরীয়তপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন বিভাগের ২০ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছে।

আরিফ আহমেদ নামে স্থানীয় একজন জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখি। পরে তাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নাম পরিচয় জানতে চাইলে সে জানায়, তার বাড়ি মাদারীপুরে। তাকে সিঙ্গারা খাইয়ে অচেতন করে তার ভ্যান গাড়িটি নিয়ে গেছে। এর পর শাওন নামে একজনের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠিয়েছি।

হাসপাতালের বেডে শুয়ে থাকা শাকিল জানায়, আমি টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করি। আমার রোল নম্বর ২৬। সংসারে অভাব থাকায় স্কুল বন্ধ থাকলে আমি বাবার ভ্যান গাড়িটি চালাই। আজকে বাবা ও বড় ভাই সাকিব (রাজমিস্ত্রী) বাড়িতে পাট কাটার কাজে ব্যস্ত ছিল, শুক্রবার হওয়ায় আমার স্কুলও বন্ধ ছিল। তাই সকালে ভ্যান গাড়ি নিয়ে বের হয়েছিলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৫০০ টাকা আয়ও করেছিলাম। দুই যাত্রী আমাকে ৩০০ টাকায় দাঁদপুর নিয়ে যাওয়ার কথা বলে প্রথমে বাসস্ট্যান্ড নিয়ে সিঙ্গারা খাওয়ায়। এরপর কোথায় যেন নিয়ে ভ্যান গাড়িটি নিয়ে গেছে। ভ্যান গাড়িটি না পেলে বাবা আমাকে মারধর করবে। আমার ভ্যান গাড়িটি কই? আমি বাড়িতে যেতে চাই। ভাই আমার ভ্যান গাড়িডা আইনা দেন, আমি গরীব মানুষ ওরা আমার গাড়িডা নিয়া গেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ