‘ভাই নাসির; প্লিজ আউট হয়ে যাও!’
জাতীয় দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে একটিমাত্র ম্যাচে সুযোগ পেয়ে বোলিং ঝলক দেখিয়েছিলেন নাসির হোসেন। কিন্তু তবুও সুযোগ হয়নি চ্যাম্পিয়নস ট্রফির দলে। গত ম্যাচে যখন মেহেদী মিরাজ কিংবা নাসিরের অভাব অনুভব করছিল জাতীয় দল, তখন নাসির ঘরের মাঠে ডিপিএল নিয়ে ব্যস্ত। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে বল হাতে ঝলকের পাশাপাশি ব্যাটিং দাপট দেখাচ্ছেন তিনি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, কেউ তাকে আউটই করতে পারছে না! এজন্যই প্রতিপক্ষ বোলারের অবস্থা কল্পনা করে শিরোনাম করা হয়েছে ‘ভাই নাসির; প্লিজ আউট হয়ে যাও!’
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ৭ ইনিংস ব্যাট করে মাত্র ১ বার আউট হয়েছেন নাসির। তাকে একবার আউট করা সেই ভাগ্যবান বোলার হলেন ব্যক্তিগত জীবনে বিতর্কের মধ্যে থাকা স্পিনার আরাফাত সানি। আজকের আগে গত ৬ ম্যাচে এই অলরাউন্ডারের রান যথাক্রমে ১০৬ *, ৪১ *, ১৫ *, ৬৪, ১৩৪* ও ৬১*। ব্যাটিং গড় দেখলে চোখ কপালে ওঠা ছাড়া উপায় নেই। নাসিরের ব্যাটিং গড় এখন ৪৭৭!
আজকেও নাসিরকে কেউ আউট করতে পারেনি। বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে করেছেন অপরাজিত ৫৬ রান। ৭ ইনিংসে তার মোট রান ৪৭৭। এবং এটাই তার ব্যাটিং গড়! তার ব্যাটিংয়ে আবাহনীর দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে গাজী গ্রুপ। পাশাপাশি সমান সংখ্যক ম্যাচে বল হাতে উইকেটও নিয়েছেন ৯টি। এই না হলে অলরাউন্ডার নাসির!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন