‘ভাই নাসির; প্লিজ আউট হয়ে যাও!’
জাতীয় দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে একটিমাত্র ম্যাচে সুযোগ পেয়ে বোলিং ঝলক দেখিয়েছিলেন নাসির হোসেন। কিন্তু তবুও সুযোগ হয়নি চ্যাম্পিয়নস ট্রফির দলে। গত ম্যাচে যখন মেহেদী মিরাজ কিংবা নাসিরের অভাব অনুভব করছিল জাতীয় দল, তখন নাসির ঘরের মাঠে ডিপিএল নিয়ে ব্যস্ত। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে বল হাতে ঝলকের পাশাপাশি ব্যাটিং দাপট দেখাচ্ছেন তিনি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, কেউ তাকে আউটই করতে পারছে না! এজন্যই প্রতিপক্ষ বোলারের অবস্থা কল্পনা করে শিরোনাম করা হয়েছে ‘ভাই নাসির; প্লিজ আউট হয়ে যাও!’
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ৭ ইনিংস ব্যাট করে মাত্র ১ বার আউট হয়েছেন নাসির। তাকে একবার আউট করা সেই ভাগ্যবান বোলার হলেন ব্যক্তিগত জীবনে বিতর্কের মধ্যে থাকা স্পিনার আরাফাত সানি। আজকের আগে গত ৬ ম্যাচে এই অলরাউন্ডারের রান যথাক্রমে ১০৬ *, ৪১ *, ১৫ *, ৬৪, ১৩৪* ও ৬১*। ব্যাটিং গড় দেখলে চোখ কপালে ওঠা ছাড়া উপায় নেই। নাসিরের ব্যাটিং গড় এখন ৪৭৭!
আজকেও নাসিরকে কেউ আউট করতে পারেনি। বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে করেছেন অপরাজিত ৫৬ রান। ৭ ইনিংসে তার মোট রান ৪৭৭। এবং এটাই তার ব্যাটিং গড়! তার ব্যাটিংয়ে আবাহনীর দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে গাজী গ্রুপ। পাশাপাশি সমান সংখ্যক ম্যাচে বল হাতে উইকেটও নিয়েছেন ৯টি। এই না হলে অলরাউন্ডার নাসির!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন