ভাই-বোন হত্যা: ডিএনএ পরীক্ষার অনুমতি আদালতের
রাজধানীর রামপুরার বনশ্রীতে ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জব্দকৃত আলামতের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত।
রামপুরা থানার এসআই সোয়েম কুমার বড়–য়া আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম এই অনুমতি দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আলামতগুলোর রাসায়নিক পরীক্ষার এই অনুমতি দেয়া হয়েছে।
আলামতগুলো হচ্ছে, ব্যবহৃত চাদর, বালিশের কাভার, টিস্যু ও কম্বল এবং বাসায় পাওয়া চাইনিজ খাবার ও একটি বোতলে সংরক্ষিত পানি।
শিশু দুটির মৃত্যুর বিষয়ে তাদের পরিবার এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য সম্পূর্ণ বিপরীতমুখী হওয়ায় ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ঘটনায় তাদের মা-বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থেকে আটক করেছে র্যাব। তাদের ঢাকায় আনা হচ্ছে।
র্যাব-৩-এর একটি দল বুধবার বেলা সোয়া ১১টার দিকে বাবা আমান উল্লাহ, মা মাহফুজা মালেক ও খালা আফরোজা মালেককে জামালপুর সদরের ইকবালপুর থেকে আটক করে। ইকবালপুর মাহফুজা মালেকের বাবার বাড়ি।
দুই শিশু নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) লাশ মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি জামালপুরে দাফন করা হয়েছে। তাদের মা-বাবা আগেই সেখানে চলে যান। দুই সন্তানের মরদেহ মর্গে রেখে মা-বাবার গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং মামলা না করায় এ ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়।
বনশ্রীতে গত ২৯ ফেব্রুয়ারি রাতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার পর স্বজনেরা দাবি করেন, রেস্তোরাঁর খাবার খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর চিকিৎসকেরা জানান, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (প্রধান শাখা) পঞ্চম শ্রেণিতে পড়ত। হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে পড়ত আলভী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন