রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ভাই সাকিব, আইপিএল তো বাংলাদেশে বসেই দেখতে পারতি’

বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের একজন অপরিহার্য ক্রিকেটার।

বল ও ব্যাট হাতে দলের বহু জয়ের নায়ক। আর এই নায়ককেই আইপিএলে একের পর এক মাঠের বাইরে সাইড বেঞ্চে বসিয়ে রাখছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

এবারের আসরে অংশ নিতে শ্রীলংকা থেকে সরাসরি ভারত যান সাকিব। এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে গৌতম গম্ভীরের দল। সব ম্যাচেই দলের বাইরে রাখা হয় সাকিবকে।

আইপিএলের নিয়মানুযায়ী, প্রত্যেক ফ্রাঞ্চাইজি চারজন বিদেশী খেলোয়াড় দলে রাখতে পারবে। কলকাতার প্রথম দুই ম্যাচে মাঠে দেখা গেছে অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন লিন। তার বদলে একাদশে নিয়মিত হয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম।

এদিকে টানা চার ম্যাচে (শনিবারের ম্যাচসহ) একাদশে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস, নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট ও ক্যারিবীয় স্পিনার সুনিল নারিন।

পরপর দুই ম্যাচে নারিনকে ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করতে ওপেনিংয়েও নামায় নাইট কর্তৃপক্ষ। তবে প্রথম ম্যাচে সফল হলেও দ্বিতীয় ম্যাচেই গম্ভীরদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। প্রথম ম্যাচে ৩৭ করলেও দ্বিতীয় ম্যাচে করেছেন ৬ রান।

৪ ম্যাচে ৩ ইনিংসে নারিনের রান সংখ্যা ৪৪। উইকেট পেয়েছেন মাত্র ২টি।

এবার আসা যাক ক্রিস ওকসের পরিসংখ্যানে। ওকস তিন ম্যাচে ১০ ওভার বল করে দিয়েছেন ৯৯ রান। উইকেট পেয়েছেন ৩টি। ট্রেন্ট বোল্টের অবস্থা আরও ভয়াবহ। তিন ম্যাচে ১১.৫ ওভারে ১২৭ রান দিয়ে উইকেট পেয়েছেন মাত্র ১টি।

কলকাতার বিদেশী কোটায় যারা খেলছেন তারা যে আহামরি পারফর্ম করছেন তা কিন্তু নয়। তবুও নাইটদের নজরে পড়ছেন না সাকিব। তাই তো একের পর এক সাইড বেঞ্চে বসে দর্শক হয়ে খেলা দেখতে হচ্ছে সাকিবকে।

দলের নাম কলকাতা হলেও মাত্র একজনই বাঙালি ক্রিকেটার রয়েছে দলে। সেই বাঙালি ক্রিকেটার সাকিবকেই ম্যাচের পর ম্যাচ একাদশের বাইরে রাখা হচ্ছে।

বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের এমন আচরণে যার পরনাই ক্ষুব্ধ সাকিব ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই সাকিবকে দেশে ফিরে আসার অনুরোধও করেছেন।

জামশেদ আলী নামের একজন লেখেন, ‘সাকিবের উচিত দেশে ফিরে আসা। কারণ তাকে দলে না নেয়া মানে বাংলাদেশকে অপমান করা। ‘

মনিরুল মুন্না লেখেন, ‘ভাই সাকিব, আইপিএল তো বাংলাদেশে বসেই দেখতে পারতি। ‘

নাসির মিয়া নামের একজন লেখেন, যেখানে মাঠে খেলোয়াড়দের উঠতে দেয় হয় না, সেখানে খেলতে যাওয়া আর নিজেকে ছোট করা একই। বলতে গেলে তাকে অসম্মান করা, খেলার জন্য নিবে, আর ম্যাচে উঠাবে না, এটা খুবই অসম্মানের।

ফয়েজ উল্লাহ লেখেন, ‘সাকিব দেশে ফিরে আসুক। ‘

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি