বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাঙচুরে স্থগিত হলো আ.লীগের একক প্রার্থী বাছাই সভা

আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন করতে ডাকা বর্ধিত সভায় হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওই সভা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এসময় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, হাটকালুপাড়া ইউনিয়নের প্রার্থী মনোয়নের জন্য হাটকালুপাড়া ইউনিয়ন আওয়মী লীগ বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্ধিত সভা আহবান করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় আত্রাই থানা আওয়ামী লীগ সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলসহ, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের ৮৬জন কাউন্সিল উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন, চার মনোনয়ন প্রত্যাশী যথাক্রমে-বর্তমান চেয়ারম্যান মাহবুবুল হক দুলু, আত্রাই থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর সরদার, আ.লীগ কর্মী মুনছুর রহমান মাস্টার ও হাটকালুপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

সভায় চারজন মনোনয়নপত্র উত্তোলন করায় থানা নেতৃবৃন্দ সমঝোতার মাধ্যমে চার মনোয়ন প্রত্যাশীদের নিয়ে আলাদা বৈঠকে বর্তমান চেয়ারম্যান মাহবুবুলকে সমর্থন করার জন্য অপর তিন মনোনয়ন প্রত্যাশীদের উপড় চাপ প্রয়োগ করেন। এতে তারা রাজি না হয়ে ভোটের মাধ্যমে প্রার্থী মনোনয়নের দাবি করেন। এই অবস্থায় থানা নেতৃবৃন্দ বর্ধিত সভা স্থগিতের ঘোষণা দিলে সভায় উপস্থিত আ’লীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

এক পর্যায়ে তারা ইউনিয়ন পরিষদের প্রায় ১৫টি চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এসময় সিধান্ত না দিয়েই থানা নেতৃবৃন্দ ঘটনাস্থল ত্যাগ করেন।

এবিষয়ে থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোয়ন প্রত্যাশী আব্দুস শুকুর সরদার বলেন, ১০হাজার টাকা করে আমিসহ অন্যরা দলীয় মনোনয়নপত্র উত্তোলন করি। বর্ধিত সভায় থানা নেতৃবৃন্দ কোনো নিয়মনীতি না মেনে বর্তমান চেয়ারম্যানের পক্ষ নিয়ে তাকে মনোনয়নে সমর্থন করার জন্য আমাদের ওপর চাপ প্রয়োগ করেন। এতে আমরা রাজি না হলে এই অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, আমিসহ অন্যরা ভোটের মাধ্যমে প্রার্থী মনোনয়নের দাবি করেছি। তা করা হলে ইনশাল্লাহ আমি দলীয় ভাবে নির্বাচিত হবো।

এবিষয়ে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল সাংবাদিকদের বলেন, আমি আসার পর কি হয়েছি জানি না। তবে বিষয়টি জানার পর আপনাদের জানাবো।

এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে আত্রাই থানার ওসি (তদন্ত) শামসুল আলম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে, বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ