‘ভাঙাড়িওয়ালারা চলচ্চিত্রকে ধ্বংস করছে’

‘ফেরারী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়ে গেল গতকাল শনিবার, ১২ ডিসেম্বর বিএফডিসির জহির রায়হান অডিটরিয়ামে। ছবিটি পরিচালনা করছেন হানিফ মাহমুদ, প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে ডনি প্রোডাকশন্স। মহরতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা মৌমিতা মৌ, নবাগত নায়ক রবিন। প্রধান অতিথি ছিলেন পরিচালক কাজী হায়াৎ। উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক মোহাম্মদ হোসেন জেমি, পরিচালক বিপ্লব শরিফসহ আরো অনেকে।
‘ফেরারী’ ছবিটি নিয়ে কাজী হায়াৎ বলেন, ‘এমন সময়ে চলচ্চিত্রটি যাত্রা করছে, যখন ছবি বানাতে মানুষ ভয় পায়। পরিচালক, শিল্পী সবাইকে আপনারা দোয়া করবেন যেন ভালো ছবি তাঁরা উপহার দিতে পাবেন। আমি বিশ্বাস করি, ভালো ছবি এখনো দর্শক হলে এসে দেখে। মৌলিক ছবিই পারে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান শক্ত করতে।’
পরিচালক মোহাম্মদ হোসেন জেমী বলেন, ‘একসময় বাংলাদেশের ছবি নিয়ে সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতাম। আজ হতাশাই যেন কাটছে না। তামিল-তেলেগু ছবির নকল ছাড়া যেন গল্পই নেই কোথাও। নিজেদের মাথায় কিছু নেই, চলে আসছে ছবি বানাতে। প্রযোজক তো শতকোটি টাকার বিদেশি ছবি দেখিয়ে বলছেন, এই ছবিটা আমরা বানাব। শতকোটি টাকার ছবি দেখে তাঁদের চোখে ধাঁধা লাগে। কিন্তু এই ছবি যখন বানাতে যান, তখন আর অর্থ থাকে না; সত্তর লাখের মধ্যেই ছবির কাজ শেষ করতে হয়। এমনকি বাইরের ছবির দৃশ্য পর্যন্ত কেটে লাগিয়ে দিচ্ছে আমাদের ছবিতে। দর্শক সকালে যে ছবি ঘরে টিভিতে দেখছেন, সেই ছবিই আবার হলে দেখে বিরক্ত হচ্ছেন। আর কিছু চিত্রনাট্যকার আছেন, তাঁরাই এ দেশের ৮০ ভাগ ছবির চিত্রনাট্য লেখেন। তাঁরা চিত্রনাট্য আর রচনা করেন না, তাঁরা ছবি ভাঙেন। কয়েকটা ছবি ভেঙে একটা ছবির চিত্রনাট্য তৈরি করেন। এই ভাঙাড়িওয়ালারা চলচ্চিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এই চিহ্নিত লোকদের চলচ্চিত্র থেকে বের করে দেওয়া উচিত।’
অনুষ্ঠানে ছবির নায়ক, নায়িকা ও পরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তাঁরা এ সময় সবার কাছে দোয়া প্রার্থনা করেন, যেন ভালো একটা ছবি নির্মাণ তাঁরা করতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন