ভাঙ্গায় নিখোজের ৫দিন পর গৃহবধুর বস্তা বন্দি লাশ উদ্ধার

হারুন রশীদ, ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসদরের মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গৃহবধূ ঝর্না বেগম (৪৭) এর বস্তা বন্দি লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চুমুরদি ইউনিয়নের সিরাজ শেখের বাড়ীর পাশে কুমার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়ে।
পুলিশ ও পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। অতপর পুলিশ ঝর্না বেগমের লাশ থানায় নিয়ে আসে। নিহত ঝর্না বেগম ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গেদন খার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত র্ঝনা বেগম বাড়ীর পাশের মোতালেব শেখ এর ছেলে সোহেলের(২৪) নিকট ২০ হাজার টাকা পেতো। টাকা চাইলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি দিতো।
গত রবিবার ধারের টাকা পরিশোধের কথা বলে ঝর্না বেগমকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোহেল ও তার সহযোগিরা। নিহত র্ঝনা বেগমের ছেলে লিটু খা জানায়, আমার মাকে সোহেল ফোন করে টাকা দেওয়ার নাম করে পুখুরিয়া যাইতে বলে তার পর থেকে আমার মাকে আর খুজে পাওয়া যায়নি ৫ দিন পর মার লাশ পেলাম। লিটু জানায়, এ ব্যাপারে তারা থানায় একটি অভিযোগ দিয়েছে। নিহত ঝর্না বেগমের গলা কাটা সহ একাধিক চিহৃ রয়েছে।
এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোহেলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা রুজ্জু হয়েছে। পুলিশ সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফরিদপুরে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষণকারী আটক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় সাত বছরেরবিস্তারিত পড়ুন

ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
ফরিদপুরে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণেরবিস্তারিত পড়ুন

নদীতে ডুবে প্রাণ গেল চার শিশুর
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজবিস্তারিত পড়ুন