ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকা এখন সরবরাহ শুরু হয়েছে; এমনকী বেশ কিছু ভাতার হার বাড়ানোর প্রস্তাব জানান হয়েছে যা প্রাপ্তিদের হাতে বেশি অর্থ পৌঁছানোর কারণ বলে মনে করা হচ্ছে। গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতার ক্ষেত্রেও আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরকারি ও নির্দেশক সাইটগুলো বিস্তারিত নির্দেশ দিয়েছে।
জেলার সমাজসেবা অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ যে সরকারি ভাতাগুলোর প্রথম কিস্তি নির্ধারিত ছিল, সেগুলোর পে-রোল প্রকাশ ও অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং প্রাপকদের মধ্যে কিস্তি (প্রথম কিস্তি) পৌঁছানো শুরু হয়েছে। একই সঙ্গে বাজেটে কয়েকটি ভাতার হার বাড়ানোর প্রস্তাব থাকায় অনেক ক্ষেত্রেই প্রাপকদের হাতে সাময়িকভাবে বেশি টাকা দেখা যাচ্ছে। স্থানীয় অফিসে নিয়মিত নগদ একাউন্ট/মোবাইল ব্যাংকিং চেক করতে বলা হচ্ছে।
গর্ভবতী ভাতার (মাতৃত্বকালীন ভাতা)—কে, কখন ও কীভাবে আবেদন করবেন।
গর্ভবতীর ভাতার আবেদন সাধারণত স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) বা পৌরসভার মাধ্যমে গ্রহণ করা হয়; আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র, মেডিকেল রিপোর্ট বা গর্ভাবস্থার প্রমাণপত্র লাগবে—এ বিষয়ে অনলাইনে গণসংবাদ/নিয়ম-সংক্রান্ত ওয়েবগাইড বিস্তারিত নির্দেশনা দিয়েছে। প্রাথমিক গাইডলাইন অনুযায়ী আবেদন করার আগে স্থানীয় ইউপি/পৌরসভার অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র ও সময়সীমা নিশ্চিত করা উচিত। (উল্লেখিত গাইডে আবেদন প্রসেস ও সতর্কবার্তা দেয়া রয়েছে)।
সম্প্রতি প্রকাশিত বাজেট-সংক্রান্ত প্রতিবেদনগুলোতে বয়স্ক ও অন্যান্য ভাতার মাসিক হার বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে—যেমন বয়স্ক ভাতার মাসিক হার, বিধবা/নিগৃহীতাদের ভাতা ও প্রতিবন্ধী ভাতার হার বৃদ্ধির কথা প্রস্তাবিত। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভবিষ্যতে ভাতাবৃদ্ধির ফলে প্রাপকের হাতে আরও বেশি অর্থ পৌঁছাবে; তাই এখনকার কিস্তি ও পরবর্তী কিস্তি নিয়ে সরকারি বিজ্ঞপ্তি লক্ষ্য রাখতে বলা হচ্ছে।
সতর্কতা ও নির্দেশনা।
সামাজিক নিরাপত্তা প্রোগ্রামের কিস্তি ঘোষণার সময় প্রতারণার অভিযোগও বাড়ে—সংশ্লিষ্ট অফিস সতর্ক করেছে যে ব্যাংকিং পিন, OTP, বা ব্যক্তিগত ডেটা কাউকে দেবেন না; পেমেন্ট এসেছে কি না নিজের ব্যাঙ্ক/মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করে নিশ্চিত করুন। স্থানীয় সমাজসেবা অফিসে যোগাযোগ করে পে-রোল ও বিতরণ পদ্ধতি যাচাই করে নিলে সুবিধা হবে।
টিকিটপয়েন্ট
আপনার যদি ভাতা থাকে, প্রথমে নিজের মোবাইল/ব্যাংকিং একাউন্ট দেখুন—কিস্তি এসেছে কি না।
গর্ভবতী হলে আবেদন করতে চান—আপনার ইউনিয়ন/পৌরসভায় গিয়ে নির্ধারিত ফরম পূরণ ও মেডিকেল প্রমাণপত্র জমা দিন; অনলাইন গাইডও পাওয়া যায়।
ভাতা হার সংশ্লিষ্ট সরকারি পরিবর্তন (বৃদ্ধি) ও পরবর্তী কিস্তি সংক্রান্ত নিশ্চিত তথ্যের জন্য জেলা সমাজসেবা অফিস বা সামাজিক নিরাপত্তা বিভাগ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন
বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন
ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালায় ফোরজি ইন্টারনেটের সর্বনিম্ন গতিবিস্তারিত পড়ুন













