ভাবির হাতে ননদ খুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে ভাবির হাতে ৭ বছরের ননদ খুন হয়েছে।
খুন হওয়া তাহমিনা বেগম উপজেলার পশ্চিম আশিঘর গ্রামের মতই মিয়ার মেয়ে। এ ঘটনায় তাহমিনার ভাবি রুবিনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
জানা গেছে, তাহমিনা আশিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সোমবার স্কুল ছুটির পর সে বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ের পর তাহমিনার এক বান্ধবী জানায়, সে (তাহমিনা) স্কুল ছুটির পর পানি পানের জন্য ভাবি রুবিনা বেগমের বাড়িতে গেছে। তাহমিনার বড় ভাই রুহেল মিয়া স্ত্রী রুবিনা বেগমকে নিয়ে অন্য বাড়িতে বসবাস করেন।
রুবিনার কাছে তাহমিনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। সোমবার দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তাহমিনার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আবদুল নাসির বলেন, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন