ভারতকে উড়িয়ে বাংলাদেশের জয়
বাংলাদেশ ৫০ ওভারে ৩০৭ রান। ভারত ৪৫.৩ ওভারে ২২৮ রানে অল আউট।
রোহিত শর্মা ও শেখর ধাওয়ানের উদ্বোধনী জুটি দুর্দান্তভাবে শুরু করলেও মাত্র ৩৩ রানের ব্যবধানে ৫ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। উদ্বোধনী দুজনের অবদানে যখন তরতর করে এগিয়ে যাচ্ছিল ভারতের রানের তরী তখনই প্রথম আঘাতটি হানেন তাসকিন আহমেদ। দলীয় ৯৫ রানের মাথায় ৩০ রান করে সাজঘরে ফিরে যান শেখর ধাওয়ান। এর পর বিরাট কোহলিও তার শিকারে পরিণত হন। তিনি মাত্র ১ রান করেই মাঠ ছাড়েন।
অপর দিকে মুস্তাফিজুর রহমান অভিষেকে ৫ উইকেট তুলে নিয়েছেন। ব্যক্তিগত ৬৩ রানে রোহিত শর্মা ও ৯ রানে রাহানেকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। এর পর দলীয় ১২৮ রানে সাকিবের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন ধোনি।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তামিম (৬০),সাকিব (৫২), সাব্বির (৪১), নাসির (৩৪) ও মাশরাফি (২১) রান করেন। ভারতের হয়ে ৩ টি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। এছাড়াও দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।
বৃষ্টির পর নিয়মিত বিরতিতেই উইকেট হারালেও শেষ পর্যন্ত লড়াকু স্কোর করে টাইগাররা। ৪৯.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ৩০৭ রান করে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর আগে দুই দলের মধ্যে অনুষ্ঠিত একমাত্র টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন