ভারতকে ওয়ানডেতে নেতৃত্ব দিতে ঢাকায় ধোনি
ভারতের ওয়ানডে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি এখন ঢাকায়। সোমবার বিকালে ধোনি, সুরেশ রায়নরা বাংলাদেশে এসে পৌঁছান। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিবেন তারা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টেস্টের জন্য আলাদা দল ঘোষণা করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড।
কলকাতা থেকে জেট এয়ারের একটি বিমানে ধোনির সঙ্গে এসেছেন সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নিও।
ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরে গেছেন মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, করণ শর্মা, বরুণ অ্যারন ও ইশান্ত শর্মা। সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন তারা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নেতৃত্বে থাকছেন ধোনি। ১৮ জুন মিরপুরে প্রথম ম্যাচটি শুরু হবে। এরপর ২১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ২৪ জুন তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে পরের দিন দেশে ফিরবে টিম ইন্ডিয়া।
ভারতের ওয়ানডে দল:
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকার্নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন