ভারতকে চূর্ণ করে দিলেন নাথান লিয়ন
বিরাট কোহলিরা বোধহয় স্টিভ ওকিফেকে উইকেট না দেয়ার পণ করেছিলেন। আসলেই এমন করে থাকলে জয় হয়েছে কোহলিদেরই। ব্যাঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ওকিফে পেয়েছেন মোটে এক উইকেট। কিন্তু ভারতকে চূর্ণ করে দিয়েছেন আরেক স্পিনার নাথান লিয়ন। ৫০ রানে আট উইকেট নিয়ে ভারতকে মাত্র ১৮৯ রানে গুটিয়ে দিয়েছেন তিনি।
পুনেতে তিনশর বেশি রানে হারার পর ব্যাঙ্গালুরুতে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ছিলো ভারতের। কিন্তু সেই প্রচেষ্টাটা প্রাথমিকভাবে চূড়ান্ত ব্যর্থ। একমাত্র লোকেশ রাহুল ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যান অসি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।
রাহুলের ব্যাট থেকে এসেছে ৯০ রান। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নাইর। সেই রানটা কতো জানেন? মাত্র ২৬! এতেই বোঝা যায়, ভারতীয় ব্যাটসম্যানরা কী রকম চাপে ছিলেন আজ।
ভারত প্রথম উইকেট হারায় দলীয় ১১ রানে। অভিনব মুকুন্দকে ফেরান মিচেল স্টার্ক। মাঝখানে নাইরকে ফেরান ওকিফে। ব্যাঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসের বাকি গল্পের নায়ক নাথান লিয়ন।
ভারত সফরে এসে এতোদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিলো দক্ষিণ আফ্রিকান পেসার ল্যান্স ক্লুজনারের। ১৯৯৬ সালে কলকাতায় ৬৪ রানে আট উইকেট নিয়েছিলেন তিনি। নাথান লিয়ন তার চেয়ে ১৪ রান কম দিয়ে নিলেন তার সমান, আট উইকেট।
লিয়ন রেকর্ড করেছেন আরো একটি। অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ভারতের সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড ছিলো ব্রেট লির। এই ইনিংসে অশ্বিনের উইকেট নেয়ার মাধ্যমে ব্রেট লিকে ছাড়িয়ে গেছেন তিনি।
পুনেতে হেরে আত্মবিশ্বাস খুইয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার ব্যাঙ্গালুরুতে প্রথম ধাক্কায় আরো নুইয়ে পড়ার কথা তাদের। অথচ এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেয়ার প্রচ্ছন্ন হুমকিই শোনা যাচ্ছিলো ভারতজুড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন